পুরো বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘কেবলমাত্র সংকট বলে ভুল হবে। যখন তিন দিক থেকে সংকট এসে একটা বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুতে একটা ঘূর্ণিপাত তৈরি হয় তখন মানুষ যে বিপদের মধ্যে পড়ে ঠিক ওই রকম একটি জাতীয় সংকট আমাদের এই দেশে দেখা দিয়েছে।’
আজ রবিবার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।
তিনি বলেন, ‘আমাদের যে রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকট এখন ত্রিমাত্রিক হয়ে গেছে। আওয়ামী লীগের অবর্তমানে রাজনৈতিক অঙ্গন থেকে অন্তত ৫০ ভাগ মানুষ নিজেদের গুটিয়ে রেখেছে। ফলে রাজনীতির অঙ্গনে একটা বিরাট শূন্যতা। আবার সেই শূন্যতার জায়গা দখল করার জন্য একদলের হুড়োহুড়ি, মারামারি, অন্তর্ঘাত।’
দ্বিতীয় সংকটে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে সমস্যা, প্রশাসনে ট্যাগিংয়ের রাজনীতির ভয়াবহতা তুলে ধরেছেন।
তৃতীয় সংকট অর্থনৈতিক উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, ‘আপনারা জানেন, যার টাকা থাকে না তার ঈমান থাকে না। অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ। অনেক মালিক বড় বড় ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছেন।
তাকে ধরার জন্য ব্যাংক খুঁজছে, পাওনাদার খুঁজছে, শ্রমিকরা খুঁজছেন। লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পেশা পরিবর্তন করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছেন।’
এমআর/এসএন