ধারাভাষ্যকার ওয়াকার ইউনুসের মতে, ফখর জামান আউট ছিলেন না। তার দাবি, বল সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হওয়ার আগেই বলটি মাটিতে পড়েছিল। খালি চোখে এবং রিপ্লেতে দেখে স্পষ্ট বোঝা যায় বল মাটিতে পরে তারপর উইকেটকিপারের গ্লাভসে জমা হয়।
রিভিউর পর তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। যে কারণে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার দাবি করেন ফখর জামান আউট ছিলেন না। আসলেই তিনি আউট ছিলেন না। বল ক্যাচ হওয়ার আগে মাটিতে পড়ে।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের মেতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে নেমেই ২.৩ ওভারে আম্পায়ারের ভুলে ফখর জামানের উইকেট পেয়ে যায় ভারত। এরপর ভারত নিজেরাই খেই হারিয়ে ফেলে; একের পর এক ক্যাচ মিসের মহড়ায় অংশ নেয়।
এসএস/এসএন