যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটলান্টা ফায়ারের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাল্টিমোর রয়্যালসের কাছে ৮ উইকেটে হেরেছে সাকিবের আটলান্টা। এদিন বল হাতে দারুণ পারফর্ম করেছেন এই তারকা।
পরমবীর ক্রিকেট ফিল্ডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাল্টিমোর রয়্যালস। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে আটলান্টা। ভালো করতে পারেননি স্টিফেন টেলর, পল পালমার, ঋষি পান্ডেরা। বাংলাদেশি তারকা সাকিবও ছিলেন ব্যর্থ। ৬ বল খেলে করেন মাত্র ২ রান। দলের পক্ষে সবচেয়ে বেশি রান ২৪ বলে ৩০ রান করেন জাহামার হ্যামিল্টন।
বাকি ব্যাটারদের ব্যর্থতায় ৮১ রানে অলআউট হয় আটলান্টা ফায়ার। ছোট লক্ষ্য তাড়ায় শারাদ লুম্বার ৩৪ ও কুনওয়ারজিত সিংয়ের অপরাজিত ২৮ রানের কার্যকরী ইনিংসে সহজেই জয় পায় বাল্টিমোর রয়্যালস।
বাল্টিমোর রয়্যালসের ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই সাজঘরে ফেরান মুক্তার আহমেদকে। ওই ওভারে মাত্র ৩ রান খরচ করেন সাকিব। এরপর পঞ্চম ওভারে বোলিংয়ে এসে মাত্র দুই রান দেন এই অলরাউন্ডার। নিজের তৃতীয় ওভারে অবশ্য একটু খরুচে ছিলেন সাকিব। ১৪ রান দেন ওই ওভারে। সবমিলিয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন এই তারকা। ৮ উইকেটের জয় পায় বাল্টিমোর রয়্যালস।
যুক্তরাষ্ট্রের মেজর লিগে এর আগে খেললে এবারই প্রথম মাইনর লিগে দেখা গেল সাকিবকে। তিন ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন এই তারকা। ব্যাট হাতে প্রথম ম্যাচে ভালো করলেও পরের দুই ম্যাচে সাকিব ছিলেন নিষ্প্রভ।
পিএ/টিএ