ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যাপারে অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

এতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নির্বাচিত সদস্য ও সম্পাদক।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাস্টারদা সূর্য সেন হলের সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে অবদান রেখেছিল তা আমরা সবাই জানি। তারা মেধার ভিত্তিতে এখানে চান্স পেয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে যে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা বিএনপির কাছে জানতে চাই, ফজলুর রহমানের বক্তব্য ব্যক্তিগত নাকি দলীয়? যদি দলীয় না হয়, তবে বিএনপিকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে। পাশাপাশি তাকে মানসিক চিকিৎসার আওতায় আনা উচিত।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ঢাবিতে ভর্তি হওয়ার পর আমরা নিজেদের মাদ্রাসা শিক্ষার্থী পরিচয় দিতেও ভয় পেতাম। আমাদের জামায়াত-শিবির বলা হতো। কেন সাদা পাঞ্জাবি, টুপি দেখে ভয় পাবে? এগুলো স্বৈরশাসকের ভয় ছিল।

তিনি আরও বলেন, ঢাবিতে যেমন মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনা করবে, তেমনি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরাও পড়াশোনা করবে। সবার এক পরিচয়– ‘শিক্ষার্থী’। যারা আলেমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করতে চাইবে, ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে। বিএনপি যদি মনে করে এটি ফজলুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, তবে সেটি পরিষ্কারভাবে জানাতে হবে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। ফজলুর রহমানকে আমরা ফজু পাগলা বলি, কিন্তু তার এ বক্তব্যগুলো অনিচ্ছাকৃত নয়। শুধু তিনিই নন, রুমিন ফারহানাও প্রায়ই এমন মন্তব্য করেন। মূলত গুপ্ত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা এ ধরনের মন্তব্য করেন।
শিক্ষার্থী মু. সাজ্জাদ হোসেন খান বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছি। এখন আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজমের পতন ঘটাতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বলে তারা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির কথা বলে। কিন্তু তারা তুমি? কে আমি কে? বাঙালি বাঙালি বলে স্লোগান দেন তারা। তাদের জবানে এবং বক্তব্যে সাক্ষাৎ ‘ওবায়দুল কাদের’ এসে হাজির হন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বিএনপির প্রতি আহ্বান জানান, ফজলুর রহমানের বক্তব্য নিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় তারা ধরে নেবে বিএনপি এ বক্তব্যের সঙ্গে একমত।

 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মরক্কো মাতাচ্ছেন গোলকিপার লুকা জিদান Jan 01, 2026
img
সরিষাবাড়ীতে নাশকতার মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার Jan 01, 2026
img
গরুর মাংস আমদানিতে ৫৫ শতাংশ শুল্ক আরোপ চীনের Jan 01, 2026
img
অঙ্কুশের হাত-মুখ বেঁধে এ কী কাণ্ড ঐন্দ্রিলার? Jan 01, 2026
img
ভারতীয় ওটিটিতে অভিনয়ের নতুন মানদণ্ড স্থাপন Jan 01, 2026
img
আবারও জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও কবীর খান Jan 01, 2026
img
পাঞ্জাবি সিনেমায় অভিষেক অভিনেত্রী ইশা মালবিয়ার Jan 01, 2026
img
টাইগার শ্রফের সঙ্গে বলিউডে অভিষেক কীর্তি শেট্টির Jan 01, 2026
img
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর ও চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ Jan 01, 2026
img
পোলকা ডটের পোশাকে নজর কাড়ল বলিউড অভিনেত্রীরা Jan 01, 2026
img
‘ডন ৩’-এ রণবীরের বিদায়ের পর হৃত্বিকের সম্ভাবনা ! Jan 01, 2026
img
মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞায়, তবুও বিশ্ববাজারে অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’ Jan 01, 2026
img
জানুয়ারি ২০২৬: সুপারস্টারদের ভিড়ে রেকর্ড গড়ার লড়াই ! Jan 01, 2026
img
মথুরায় অভিনেত্রী সানি লিওনের নববর্ষের অনুষ্ঠান বাতিল Jan 01, 2026
img
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক Jan 01, 2026
img
২ দশকে ভারতীয় সিনেমার মোড় ঘোরানো ৩ ছবি Jan 01, 2026
img
গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে, প্রশ্ন তারেকের Jan 01, 2026
খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ Jan 01, 2026
জানাজায় এসে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন মঞ্চ-২৪ এর আহবায়ক Jan 01, 2026
img
নববর্ষে আবেগ ছড়াল দেশপ্রেমের ছবি ‘ইক্কিস’ Jan 01, 2026