কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল বের করলে বিএনপিকর্মীরা মিছিল থেকে ৪ জনকে আটক করে। এ সময় তাদের মারধর করে থানা পুলিশের কাছে দেয়া হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা গ্রামের শাহদত হোসেন অপু তালুকদার, দক্ষিণ চহঠা গ্রামের জাকির হোসেন, বানারীপাাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের সজীব হাওলাদার (৩৭) ও বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের শাহিন শেখ (৪০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় বাস টার্মিনালের অদুরে সড়ক ও জনপথ বিভাগের ফেরী অফিসের সামনে একদল আওয়ামী লীগ কর্মী মশাল হাতে মিছিল বের করে। তারা সংখ্যায় ছিলো ১৫ থেকে ২০ জন। মিছিলটি বাস টার্মিনালের দিকে অগ্রসর হলে ছাত্র-জনতা তাদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা পালানোর সময় ৪ জনকে আটক করা হয়।
বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, মিছিল থেকে চার জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষযে খোঁজ খবর নেয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিএ/টিএ