নভেম্বরে ভারতীয়দের জন্য কারতারপুর করিডর খুলে দেবে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামী ৯ নভেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে। সেখানে যেতে ভারতীয়দের জন্য কোনো ভিসা লাগবে না।

এ ছাড়া এই করিডরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরে দরবার সাহিব গুরুদ্বার। খবর দ্যা ইকোনমিক টাইমসের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ফেসবুকে লিখেছেন, সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের জন্য আগামী মাসে এই করিডরের দরজা খুলে দেয়া হবে।কারতারপুরের কাজ এ মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া সাধারণের জন্য আগামী মাসের ৯ তারিখ থেকে খুলে দেয়া হবে করিডরটি।

তিনি জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ যেতে পারবেন।

ইমরান খান আরও জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে নানা প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বী মানুষ এখানে আসবে। ভারত থেকেও মানুষজন এখানে আসবে। ফলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on: