ভারত-পাকিস্তান ম্যাচ হবে আর দুই দলের ক্রিকেটারদের মাঝে কথার লড়াই হবে না এমন দৃশ্য বিরলই বলা চলে। আর তাই যেন এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচেও দেখা গেল দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই। যেখানে মাঠের মাঝেই তর্কে জড়িয়েছিলেন ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের শুভমান গিল।
ভারতের ইনিংসের কয়েক ওভার পরই দেখা যায়, শাহিন আফ্রিদিকে কোনো কথার জবাব দিতে এগিয়ে গেছেন শুভমান গিল। এর কয়েকবল পর দেখা যায় অন্য দৃশ্য। এবার হারিস রউফের সঙ্গে অভিষেক শর্মার ঝামেলা হয়। তখন স্পষ্ট বোঝা যায়নি কী হয়েছে। তবে বিষয়টি যে গুরুতর ছিল, সেটা ম্যাচের পরেই বুঝিয়ে দিয়েছেন অভিষেক।
অভিষেক জানিয়েছেন, পাকিস্তান বড্ড বেশি বাড়াবাড়ি করছিল। ব্যাট হাতে সেটারই জবাব দিয়েছেন তিনি। সঞ্চালকের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “পাকিস্তানের বোলাররা বেশি বাড়াবাড়ি করছিল। কোনো কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল, তর্ক করছিল। আমার সেটা একেবারেই পছন্দ হয়নি। তাই ওদের জবাব দেওয়া দরকার ছিল। দলকে জেতাতে চেয়েছিলাম। সেটা পেরেছি।”
গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমানের সঙ্গে শতরানের জুটি গড়ে ভারতের চাপ অনেকটাই হালকা করে দেন অভিষেক। ছোটবেলা থেকেই দুজন একসঙ্গে খেলেছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, “স্কুলে পড়ার সময় থেকেই আমরা একসঙ্গে খেলছি। একে অপরকে সঙ্গ দিতে পছন্দ করি। আগেই ঠিক করে নিয়েছিলাম, আজই কিছু একটা করতে হবে। যেভাবে শুভমান খেলছিল সেটা দারুণ লেগেছে।”
এশিয়া কাপের চারটি ম্যাচেই ভাল খেলেছেন অভিষেক। তবে গতকালই (২১ সেপ্টেম্বর) প্রথম হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সাফল্যের নেপথ্যে দলের সমর্থনের কথা উল্লেখ করেছেন অভিষেক। তিনি বলেন, “যখন দেখবেন কোনো ব্যাটার এত ভাল খেলছে, তখন বুঝবেন নিশ্চয়ই তার পাশে দল রয়েছে। কোচ এবং অধিনায়ক আমাকে খুবই সমর্থন করে। তাই জন্যই এত ভাল খেলার সাহস পাই।”
ইএ/এসএন