ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যালন ডি’অর আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১২ টায় ফ্রান্সের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও ল’কিপের মালিক প্রতিষ্ঠান গ্রুপ আমরি যৌথভাবে আয়োজন করছে এই অনুষ্ঠান।
শুধু সেরা ফুটবলার নয়, বিভিন্ন বিভাগে দেওয়া হবে সম্মাননা। সেরা পুরুষ ও নারী খেলোয়াড় ছাড়াও নির্বাচিত হবেন সেরা গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা কোচ।
পাশাপাশি থাকবে বছরের সেরা ক্লাবের স্বীকৃতি।মানবিক উদ্যোগের জন্য বিশেষ সম্মাননা হিসেবেও দেওয়া হবে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’।
দীর্ঘদিন পর তালিকায় নাম নেই মেসি-রোনালদোর। এবার ব্যালন ডি’অর তালিকায় সেরা প্রার্থী হিসেবে শীর্ষে আছে ওসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।
ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানোর অন্যতম রূপকার ওসমান দেম্বেলে সব মিলিয়ে মৌসুমে করেছেন ৩৫ গোল, সহায়তা করেছেন ১৬ গোলে। এছাড়া বার্সার হয়ে ইয়ামালও আলো ছড়িয়েছেন বড় ম্যাচে।
ফুটবল বিশ্বজুড়ে নজর এখন প্যারিসেই— কে উঠাবেন সোনালি বল, সেটিই এখন দেখার অপেক্ষা। আর এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ ও উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
টিজে/এসএন