হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে হলে খেলোয়াড়দের কিছু 'গোল্ডেন রুলস' মানতে হয়। তা না হলে শাস্তি পেতে হয়। ফ্লিকের নিয়ম ভাঙ্গায় এবার শাস্তি পেতে হলো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা মার্কাস রাশফোর্ডকে।
গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করেছেন রাশফোর্ড। নিউক্যাসলের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন এই ইংলিশ তারকা। সেই রাশফোর্ডকে এবার নিয়ম ভাঙার কারণে শাস্তি দিলেন ফ্লিক।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচের দিন (রোববার) সকালে দেরিতে অনুশীলনে যোগ দিয়েছিলেন রাশফোর্ড। শাস্তি হিসেবে গেতাফের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ফ্লিক।
এদিকে রোববার (২১ সেপ্টেম্বর) ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে। ফেরান তোরেসের প্রথমার্ধের দুই গোলের পর আরেকটি গোল করেন দানি ওলমো।
তবে পুরো ম্যাচ রাশফোর্ডকে বসিয়ে রাখেননি ফ্লিক। ম্যাচের ৪৬তম মিনিটে রাহিনহার বদলি হিসেবে রাশফোর্ডকে নামিয়েছেন ফ্লিক।
বার্সায় যোগ দেয়ার পর সবশেষ ৩ ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করলেন রাশফোর্ড। তার এই দুর্দান্ত পারফরমেন্সে বেশ খুশি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে নিয়ম ভঙ্গের কারণে কিছুটা অসন্তুষ্ট হয়েছেন এই জার্মান কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়েও নিয়ম ভঙ্গের কারণে ঝামেলায় পড়েছিলেন।
ইএ/এসএন