ডাকসু নির্বাচন

অনিয়মের ১১ অভিযোগ জানাল ছাত্রদল সমর্থিত প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে ১১ ধরনের অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তোলা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

আবিদুল ইসলাম বলেন, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও প্রশাসনের ব্যর্থতা এবং কিছু গোষ্ঠীর হস্তক্ষেপের কারণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। হাজারো শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ প্রশ্নবিদ্ধ হয়েছে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ১১ অভিযোগ হলো: 

>> ভোটার উপস্থিতির আগেই ভোটার তালিকায় স্বাক্ষর দেওয়া এবং নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া ব্যালট পেপার সরবরাহসহ নানা জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভোটার তালিকা ও সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।

>> ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকায় কারচুপির সুযোগ তৈরি হয়। এছাড়া ছাপানো, বিতরণকৃত, ব্যবহৃত ও ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রার্থীরা বারবার এ বিষয়ে তথ্য চাইলেও প্রশাসন কালক্ষেপণ করেছে।

>> নির্বাচনী ব্যালট কোন প্রেসে ছাপানো হয়েছে, তা গোপন রাখা হয়। পরে নীলক্ষেতের এক ছাপাখানায় বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

>> ভোট গণনা মেশিন ও সফটওয়্যার যাচাই প্রক্রিয়া গোপনে সম্পন্ন করা হয়। এতে প্রার্থী ও ভোটারদের কাউকে অবহিত করা হয়নি। ফলে ভোট গণনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

>> প্রতিটি কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট নেওয়ার কথা থাকলেও ভোটের আগের রাতেই তালিকা প্রকাশ করে অনেক প্রার্থীর প্রস্তাবিত এজেন্টকে বাদ দেওয়া হয়। এজেন্ট বাছাইয়ের প্রক্রিয়াও গোপন রাখা হয়।

>> যথাসময়ে এজেন্টদের আইডি কার্ড সরবরাহ করা হয়নি। ফলে অনেক এজেন্ট ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। এ কারণে একাধিক কেন্দ্রে পক্ষপাতদুষ্ট পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

>> প্রার্থীদের জানানো হয়েছিল ৮টি কেন্দ্রে ভোট হবে, কিন্তু নির্বাচনের দিন দেখা যায় ১৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। এতে নির্দিষ্ট একটি প্যানেল ছাড়া বাকিরা পর্যাপ্ত এজেন্ট নিয়োগ দিতে পারেননি।

>> পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও অস্পষ্টতা ছিল। চিফ রিটার্নিং অফিসারের পরিবর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি নিয়োগ দেয়। অনেক পোলিং অফিসার আচরণবিধি সম্পর্কে ধারণাহীন থেকে সাংবাদিকদের কাছে ভ্রান্ত তথ্য সরবরাহ করেন।

>> নিরাপত্তা দায়িত্বে থাকা বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। অভিযোগ রয়েছে, তাদের সহায়তায় বহিরাগতদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। কয়েকজন বহিরাগতকে শিক্ষার্থীরা আটক করে প্রক্টর অফিসে সোপর্দও করে।

>> ভোট গণনার সময় পোলিং এজেন্টদের কার্যত নিষ্ক্রিয় রাখা হয়। অনেক এজেন্টকে গণনা প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। ফলে অধিকাংশ এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই কেন্দ্র ত্যাগ করেন।

>> অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পাশাপাশি দুপুরের পর অনেক বুথে মার্কার পেন ফুরিয়ে যাওয়ায় ভোটারদের বলপেন ব্যবহার করতে বাধ্য করা হয়। বলপেনে দেওয়া ভোট ওএমআর মেশিনে গণনা হয়নি বলে অভিযোগ রয়েছে। আঙ্গুলে দেওয়া কালি অস্থায়ী হওয়ায় একাধিক ভোটদানের সুযোগ থেকেছে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রেসিডেন্ট Dec 30, 2025
img
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে শুক্রবারই Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে মোনাজাতে দুই হাত তুলে কাঁদলেন নারী নেত্রীরা Dec 30, 2025
img
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নিয়ে ২ উপদেষ্টার বিশেষ বৈঠক সম্পন্ন Dec 30, 2025
img
‘ডুমসডে’ টিজারে প্রথমবার এক্স-মেন Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে অর্থনীতি সমিতি ও ডিসিসিআইয়ের শোক Dec 30, 2025
নতুন গাতারকাদের কণ্ঠে শোক: খালেদা জিয়ার প্রয়াণে হৃদয়স্পর্শী বার্তানে নতুন আবহ কোনাল-নিলয়ের Dec 30, 2025
আফ্রিকা কাপ অব নেশনসে মরক্কোর দাপুটে জয়, এল কাবিরের জোড়া গোল Dec 30, 2025
নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ Dec 30, 2025
img
জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 30, 2025
img
বিলিয়নিয়ারের তালিকায় সংগীতশিল্পী বিয়ন্সে Dec 30, 2025
img
খালেদা জিয়া আপসহীন সংগ্রামের প্রতীক: উপদেষ্টা ফাওজুল কবির Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে এফইআরবির শোক প্রকাশ Dec 30, 2025
img
আর্চারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে ডিএমটিসিএলের শোক Dec 30, 2025
img
অদম্য সাহসের প্রতীক ছিলেন খালেদা জিয়া : বাউবি উপাচার্য Dec 30, 2025
img
আজহার মাহমুদের সঙ্গে চুক্তি বাতিল পিসিবির Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে শোকবই খোলা হয়েছে Dec 30, 2025