দারুণ জয় পেয়েছে বাংলাদেশ, এশিয়া কাপে সুপার ফোরের শুরুটা হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেখানে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। তিন বিভাগে ভালো করে পাওয়া এই জয় টাইগারদের দারুণ আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার রোহান গাভাস্কার।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে গতকাল মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদীদের দারুণ বোলিংয়ের পরও ১৬৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সেখানে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ফিল্ডিংয়েও ভালো করেছে লিটন দাসের দল।
সবমিলিয়ে টাইগারদের প্রশংসা করেছেন রোহান গাভাস্কার। এমন জয়ের পর সুপার ফোরে টানা দুই দিন ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচে এই জয় আত্মবিশ্বাসী করবে বাংলাদেশকে এমনটাই মত রোহানের।
রোহান গাভাস্কার বলেন, এমন পারফরম্যান্সের পর ভারত ম্যাচে তারা দারুণ মোমেন্টামে থাকবে। আগের ম্যাচে তাদের ফিল্ডিং ছিল টপ ক্লাস, আজকের ম্যাচে প্রথম দশ ওভারে তাদের ফিল্ডিং ভাল ছিল। তাদের বোলিং পারফরম্যান্স দারুণ ছিল, আজকে ব্যাটিং ছিল এক্সিলেন্ট। তো তিন বিভাগে ভালো করার পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে তারা পরের ম্যাচে খেলবে৷ তারা এক বল বাকি থাকতে জিতলেও তাদের জয়টা ভালোভাবেই এসেছে।
সুপার ফোরে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন মুরালি কার্তিক। এই সাবেক ক্রিকেটার বলেন, হ্যা, তাদের জন্য এটা(বিশ্বকাপে আগে এশিয়া কাপে ভালো করা) গুরুত্বপূর্ণ। আমি বলব না এটাই সে টুর্নামেন্ট যেখানে তারা নিজেদের তৈরি করবে। আমি বলব, ধীরে ধীরে তৈরি করতে। আমরা কথা বলেছি তারা কতটা ভাল।তাদের কোচও পরিবর্তন হয়েছে। কোচ হিসেবে ফিল সিমন্স, মুশতাক আহমেদ আছে।
'সবচেয়ে গুরত্বপূর্ণ হলো তাদের দলে ভালো খেলোয়াড় আছে যাদের সাথে কাজ করা যায়। আমি যেটা বললাম ভালো দলে শুধু স্কিলফুল খেলোয়াড়ই নয় স্মার্ট খেলোয়াড় থাকে। এরাই দলের প্রয়োজনে ক্যালকুকলেটেড ক্রিকেট খেলে।'
আইকে/টিএ