সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানার কথা ভাবছেন সার্জিও বুসকেটস। ইন্টার মায়ামির জার্সিতে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার এই সাবেক তারকা। এমন খবরি দিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম কোপের সাংবাদিক নাচো গার্সিয়া।
গার্সিয়া জানিয়েছেন, ২০২৫ সালের শেষের দিকে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই অবসরের ঘোষণা দেবেন বুসকেটস। ২০১০–এ স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা বুসকেটস গত গ্রীষ্মেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে গেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও আসেনি, তবে শিগগিরই তিনি সিদ্ধান্তের কথা জানাবেন বলে ধারণা করা হচ্ছে ।
৩৭ বছর বয়সী বুসকেটস বার্সেলোনার হয়ে ৩২টি ট্রফি জিতেছেন এবং স্পেন জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন ১৪৩ বার। লিওনেল মেসির পথ ধরে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার দুই বছর পরই তিনি বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বুসকেটসের বিদায় মানেই ফুটবল ইতিহাসের সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও শিরোপার বিচারে অন্যতম সফল মিডফিল্ডারদের একজনকে হারানো। ইন্টার মিয়ামির জন্য এটি একটি বড় ধাক্কা হবে, কারণ মেসি ও জর্দি আলবার পাশাপাশি তিনি ক্লাবটির বার্সেলোনা-অনুপ্রাণিত প্রকল্পের মূল স্তম্ভ ছিলেন। তার প্রস্থানে শূন্যতা তৈরি হলেও মেসির সম্ভাব্য চুক্তি নবায়ন ক্লাবকে কিছুটা স্থিতি দেবে।
লা মাসিয়া একাডেমিতে ফুটবলের হাতেখড়ি পাওয়া বুসকেটসের ২০০৮ সালে পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়। এরপর তিনি ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৭২২ ম্যাচ খেলেছেন। বার্সার টিকি-টাকা ফুটবলের প্রতীক হয়ে ওঠা এই মিডফিল্ডার জিতেছেন নয়টি লা লিগা শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ। স্প্যানিশ সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে, তিনি খেলা ছেড়ে বার্সেলোনায় কোনো ভূমিকায় ফিরে যেতে পারেন। কোচিং কিংবা অ্যাম্বাসেডারের ভূমিকায় ফেরার সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না।
বিদায়বেলায় বুসকেটস চেষ্টা করবেন ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতে। হাভিয়ের মাসচেরানোর দল বর্তমানে ২৮ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে রয়েছে। সর্বশেষ তারা ডি.সি. ইউনাইটেডকে মেসির আরেকটি জাদুকরী নৈপুণ্যে ৩-২ গোলে হারিয়েছে।
এসএস/টিএ