কয়েকদিনের মধ্যে সবচেয়ে বড় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বিএনপি : মাসুদ কামাল

বিএনপি গত কয়েকদিনের মধ্যে একটা বড় এবং ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ আজ নিয়েছে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা দুই শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থী নির্বাচন করেছে। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে তারা কিছু না বললেও জানা গেছে দুই শতাধিক আসনে তারা কাদের নমিনেশন দিতে যাচ্ছে। তাদের এই সিদ্ধান্তটা আমার কাছে খুবই ইতিবাচক মনে হয়েছে।

তিনি বলেন, আরো অনেকদিন আগেই জামায়াতে ইসলাম কিন্তু সকল আসনের জন্য তাদের প্রার্থী নির্বাচন করে ফেলেছিল। কোন আসনে কোন ব্যক্তিকে মনোনয়ন দিবে সেটা আগেই জানিয়ে দিয়েছিল এবং সেই অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় তাদের প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে।

মাসুদ কামাল বলেন, জামায়াত ইসলামীর প্রার্থীদের প্রচারণার স্টাইলটা খুবই ইন্টারেস্টিং; তারা প্রথমত প্রচারণা করছেন বাড়িতে বাড়িতে গিয়ে এবং নারীদের মাধ্যমে। নারীদের মাধ্যমে এরই মধ্যে জামায়াত ইসলাম খুব ভালো একটা অবস্থান করে নিয়েছে বলে বুঝতে পেরেছি।

মেয়েদের মধ্যে ভালো একটি সমর্থন তারা তৈরি করতে পেরেছে। জামায়াতের প্রার্থীরা মসজিদ, হাটবাজারে গিয়ে পুরুষদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন।

এদিক থেকে বিএনপির মধ্যে নিষ্ক্রিয়তা ছিল উল্লেখ করে মাসুদ কামাল বলেন, কে নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন, এটি তারা ঠিক করতে পারেনি এবং কোন কোন জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা চাঁদাবাজি এবং নানা ধরনের দখলবাজির খবর পেয়েছি, যেটা নাকি বিএনপির জন্য নেতিবাচক ছিল। এসবের বিপরীতে বিএনপির কোন আসনে কে মনোনয়ন পাচ্ছেন সেই তালিকা আজ আমি জানতে পারলাম, দেখতে পারলাম; তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যোগাযোগ করে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন।

মাসুদ কামাল বলেন, এতে একটি জিনিস ভালো হবে, সেটা হল যদি ওই এলাকায় কোন বিদ্রোহী প্রার্থী থাকেন, সেটা আগামী এক-দেড় মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। আর প্রকাশিত হয়ে গেলে তার ব্যাপারে আলোচনা করা, তাকে বোঝানো বা প্রভাবিত করা কিন্তু সহজ হবে। কিন্তু একদম শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করা হলে বিদ্রোহীদের হয়তো থামানো যেত না।

দলীয়ভাবে এটি বিএনপির জন্য খুবই ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে মাসুদ কামাল বলেন, এর ফল কী হয় সেটা খুব শিগগিরই আমরা দেখতে পাব। যে ১০০ আসনের মতো বাকি রয়েছে সেগুলো খুব দ্রুতই বিএনপি সমাধান করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

মাসুদ কামাল আরো বলেন, এর মধ্যে দেখলাম বিএনপি করেন না এমন বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে আন্দালিব রহমান পার্থ আছেন গুলশান এলাকায়, মোহাম্মদপুর এলাকায় ববি হাজ্জাজকে নমিনেশন দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিএনপি সম্ভবত এখন থেকেই তাদের যে প্রতিশ্রুতি ছিল, সেই জাতীয় সরকারের দিকে তারা অগ্রসর হচ্ছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৯৫ দিনে কোটিপতির ঘরে অপূর্ব-মেহজাবিন Nov 12, 2025
img
শেখ হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়েই পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে: প্রেস সচিব Nov 12, 2025
img
এই জীবনে একটাই সুখ, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া : অরিজিৎ সিং Nov 12, 2025
img
তারেক রহমান নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন: সালাহউদ্দিন Nov 12, 2025
img
কাজের প্রতি নিষ্ঠাই নায়িকার আসল পরিচয় : কোয়েল Nov 12, 2025
img
প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের প্রতিবাদ জানাল প্রেস ক্লাব অব ইন্ডিয়া Nov 12, 2025
img
নিখোঁজের ২ দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার Nov 12, 2025
পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন Nov 12, 2025
জামায়াত ভোটে ভয় পাচ্ছে: মির্জা ফখরুল Nov 12, 2025
“আমি যুদ্ধ পছন্দ করি, বিশৃঙ্খলা নয়” Nov 12, 2025
জুলাই ভিত্তিক আইনি সনদ চাই, তারপর জাতীয় নির্বাচন চাই:চরমোনাই পীর Nov 12, 2025
img
সম্পর্ককে গুরুত্ব দিতে অনুপম খেরের পরামর্শ Nov 12, 2025
পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে ২৪ ঘণ্টাই ব্যস্ত ইরানি মিসাইল কারাখানা Nov 12, 2025
img
জটিলতা থামছেই না তারেক রহমানের দেশে ফেরা নিয়ে Nov 12, 2025
দিনে বিএনপির বিরোধিতা করে রাতে নেতাদের বাসায় ধর্না দেয় Nov 12, 2025
৬০ ফুট উঁচু কলাগাছ, জায়ান্ট হাইল্যান্ড ব্যানানার বিস্ময় Nov 12, 2025
হামজা আশায় আমাদের দল আপ হয়েছে : রাকিব হোসেন Nov 11, 2025
সামাজিকমাধ্যমে নিজের বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান Nov 11, 2025
img
৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন নির্বাচিত Nov 11, 2025
ভাইরাল স্ক্রিনশটে বিভ্রান্তি, সালমানের মন্তব্য ভুয়া Nov 11, 2025