গাজীপুর মহানগরের পূবাইল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির আহমেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হায়দরাবাদ পুবেরটেক এলাকার সাবের মার্কেট সংলগ্ন শ্যামলী নামের এক নারীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বশির আহমেদ পূবাইল এলাকার স্থানীয় মো. জনব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সমর্থনে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে বলপ্রয়োগ, ভাঙচুর এবং অবৈধভাবে অন্যের জমি দখলের অভিযোগসহ বিভিন্ন অপরাধে পূবাইল থানায় মামলা রয়েছে।
মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পূবাইল থানা পুলিশ ওই থানাধীন হায়দরাবাদ পুবেরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় সাবের মার্কেট সংলগ্ন শ্যামলী নামের এক নারীর বাসা থেকে বশির আহমেদকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, বশিরের বিরুদ্ধে থানায় একাধিক ভাঙচুরের মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
ইউটি/টিএ