ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনশ্রী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুশরাত জাহান লিমু ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহাবুবুল ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর শ্যামলী, রমনা, বনশ্রী, বনানী, লালবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবির কয়েকটি টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করে।
ওই সময় নাশকতার পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা ও দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলার অভিযোগে বনশ্রীর একটি বাসা থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুসরাত জাহান লিমু এবং বনানীর একটি বাসা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ. লীগের সদস্য মো. মাহবুব ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করা হয়।
ডিবির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বনশ্রীর একটি বাসা থেকে নুসরাত জাহান লিমা ও বনানীর একটি বাসা থেকে মাহবুবুল ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করে।
অভিযান পরিচালনা করা ডিবি কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবি/এসএন