এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে ঘিরে যখন সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার, তখন তার ‘সাহস’ নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীলা ইসরাফিল দাবি করেন, তাসনিম জারার বর্তমান অবস্থান এবং অতীতের নীরবতা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তাসনিম জারা, আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়। তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য প্রশংসা হচ্ছে, তিনি সাহসী।
আমিও বলি, হ্যাঁ, তিনি সাহসী। তবে সেই সাহস কি কেবল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানোর মধ্যেই সীমাবদ্ধ?’
নীলা ইসরাফিলের দাবি, অতীতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যক্তিগত সহায়তা চাইলেও তাসনিম জারা কোনো অবস্থান নেননি। একসময় নাগরিক কোয়ালিশনের একটি অনুষ্ঠানে, যেখানে ডেইলি স্টারের অফিসে তিনি উপস্থিত ছিলেন, সেখানে নীলা নিজে এক ব্যক্তিগত ঘটনার কথা কান্নাভেজা কণ্ঠে তুলে ধরেন। কিন্তু তাসনিম জারা নীরবতা অবলম্বন করেন বলে দাবি করেন নীলা।
নীলার ভাষায়, আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে তিনি অন্তত পাশে দাঁড়ান। কিন্তু আপনি ছিলেন নীরব, দিলেন ফাঁপা প্রতিশ্রুতি। যেন আমার বেদনা আপনার কানে পৌঁছায়নি।
পোস্টে আরো বলা হয়, বর্তমানে যারা তাসনিম জারার ভূয়সী প্রশংসা করছেন, তারাই নীলার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ‘কেন আপনি তার পাশে দাঁড়ালেন, অথচ তিনি আপনার পাশে দাঁড়ালেন না?’
এ প্রসঙ্গে নীলা আরো লিখেছেন, ‘এই প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য যন্ত্রণাদায়ক।
কারণ, সত্যিই আমি আপনার পাশে দাঁড়িয়েছি, তবুও আপনি আমার জন্য একটিবারও এগিয়ে আসেননি। আমার এই অবস্থান আজ আমাকে মানুষের বকা খাওয়াচ্ছে, সমালোচনার ঝড় বইছে আমার দিকে।’
তিনি প্রশ্ন তুলেছেন, এই কি তবে রাজনৈতিক চরিত্র? যেখানে অন্যের কান্না চাপা পড়ে আপনার নির্লিপ্ত নীরবতায়? যেখানে একজন নারী হয়েও নারীর পাশে না দাঁড়ানোই হয় মূল দর্শন?
নীলা ইসরাফিল বলেন, ‘তাসনিম জারা কণ্ঠে সাহসী হতে পারেন, কিন্তু হৃদয়ে তিনি কাপুরুষ। ইতিহাস একদিন তাঁর এই দ্বৈত চেহারাকে চিহ্নিত করবেই। শুধু উচ্চশিক্ষিত হলেই হয় না, মানবিকও হতে হয়।
আর আপনি একজন মানবিক নারী নন।’
পিএ/এসএন