পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো সানাউল্লাহ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রবাসী ভোট নিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
সানাউল্লাহ বলেন, ‘নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে।’
তাই ভোট নিয়ে গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয়, সেজন্য সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে ভোটের হার কম।তাই বিষয়ে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।’
ভোটের আগে শেষ সময়ে আদালত কতৃক কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে, সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে বলেও জানান সানাউল্লাহ।
কেএন/টিএ