বিসিবির লাভের ভাগসহ ১৩ দফা দাবি জানিয়ে চিঠি সাকিবদের

বাংলাদেশের ক্রিকেটারদের ১১ দফার দাবির সঙ্গে আরও দুই দফা যোগ হয়েছে। বুধবার মোট ১৩ দফা দাবি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে চিঠি দিয়েছে আন্দোলনরত ক্রিকেটাররা।

বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মুস্তাফিজ রহমান দাবিগুলো তুলে ধরেন।

গত সোমবার মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে প্রায় ৬০ জন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান।

ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ মোট ১১টি দাবি জানিয়েছিল তারা। বুধবার যোগ হওয়া দুটি দাবির একটি হলো বোর্ডের রাজস্বের ভাগ দিতে হবে ক্রিকেটারদের এবং  নারী ক্রিকেট দলকেও দিতে হবে ন্যায্য ভাগ।

তবে এখনই কোনো আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে না জানিয়ে মুস্তাফিজ জানান, বোর্ডের সঙ্গে বসতে প্রস্তুত ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বোর্ডের কারও সঙ্গে আমাদের ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ কিংবা বিরাগ নেই। আমরা সবাই মিলেই ক্রিকেট বোর্ড। দ্রুত সমস্যার সমাধান চাই। বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চাই। আমরা কিছু দাবি তুলে ধরেছি। যেগুলা যৌক্তিক। এ জন্য সময় নিয়েছি।’ 

আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেই লক্ষ্যে আগামী শুক্রবার জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা আছে।

 

টাইমস/এসআই

Share this news on: