অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে ইউনূস-শাহবাজ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই শীর্ষ নেতা।
এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ডিসেম্বরে তিনি ঢাকায় আসছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক। বুধবার সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে দুই নেতার মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা। এ সময় ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরিফ।
এর আগে সকালে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকের কো-হোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরো জোরদারের কথা বলেন।
এরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার কথা বলেন দেশটির সরকার প্রধান। দুই শীর্ষ নেতার আলোচনায় আসে নিরাপদ অভিবাসনের বিষয়।
এছাড়াও দিনের শেষভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস।
এসএস/এসএন