'জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এতো বেশি কেন' প্রশ্ন নাদিম মাহমুদের

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা এতো বেশি কেন সেই প্রশ্ন তুলেছেন লেখক ও গবেষক ড. নাদিম মাহমুদ। তিনি বলেন, 'যখন যে সরকার থাকে, তখন তাদের কেন বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় সফরে যেতে হয়, কেউ কি বলতে পারেন? শেখ হাসিনা থেকে ড. ইউনূস সবার দল এত বড় থাকে কেন? তাদের কাজ কি?' আজ বৃহস্পতিবার সকলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন তোলেন।

নাদিম মাহমুদ লিখেছেন, গত বছর প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসেন, তখন তার সফর উপলক্ষে চারিদিকে হৈচৈ শুরু হয়। জাতিসংঘে অধিবেশনে মাত্র সাতজন সফরসঙ্গী নিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সফরসঙ্গী যখন শতাধিক তখন এই ৭ জনের খবর নিঃসন্দেহে চমকপ্রদ ছিল। কিন্তু দিন শেষে জানা গেল সেটি ৭ নয়, ৫৭ জন কিংবা তার একটু বেশি। এবারও একই ধরনের টোপ দেওয়া হয়েছিল। গণমাধ্যমগুলোতে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ৪ রাজনীতিবিদ নিয়ে যাচ্ছেন বলে ফলাও করা হল।

কিন্তু আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকায় দেখলাম সেই সংখ্যাটা ১০০ এর বেশি। কি মর্মান্তিক খবর! যখন যে সরকার থাকে, তখন তাদের এই বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় সফরে কেন যেতে হয়, কেউ বলতে পারেন? শেখ হাসিনা থেকে ড.ইউনূস, সবার দল এতটা বড় থাকে কেন? তাদের কাজ কি? 

তিনি বলেন, মেনে নিলাম সরকার প্রধান হিসেবে জাতিপুঞ্জের সদস্য হিসেবে ভাষণ দেবেন তিনি, খবর সংগ্রহের জন্য সাংবাদিক থাকবে, ব্যক্তিগত নিরাপত্তার জন্য কয়েকজন থাকবে, প্রয়োজনে ২-৩ জন মন্ত্রী থাকবে। চুক্তি কিংবা অন্যান্য কাজের জন্য আরো কয়েকজন থাকবে। সেই সংখ্যাটি না হয় ২০/৩০ জন হলো।

কিন্তু সেটি যখন পাঁচগুণ হয়ে যায়, তখন এই রাষ্ট্রটাকে ভালোবাসার আর কোন শাসক থাকে না।

বিপুল এই সফরসঙ্গীদের জন্য কত খরচ হচ্ছে সেই প্রশ্ন তুলে এই গবেষক আরো বলেন, এই যে সফর সঙ্গীদের নিয়ে নিজে দেশের বিমান থাকার পরও 'ভিনদেশী' বিমানে চড়ে নিউইয়র্কে আসলেন, প্রতিটি মানুষের জন্য খরচ কত পড়ল? সেখানে গিয়ে ১০ দিন পাঁচ তারকা হোটেলে থাকবে, তার খরচ কত? ধরুন একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রতিজনের খরচ বর্তমান হিসেবে (সর্বনিম্ন) ৩০০০ হাজার ডলার হলে, পাঁচতারকা হোটেলে প্রতি রাত থাকার জন্য ৪০০ ডলার হলে, ১০ দিনে খরচ ৪০০০ হাজার ডলার। খাওয়া খরচ আরো ১০০০ হাজার ডলার। তাহলে জনপ্রতি খরচ পড়ল ৮০০০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা। এখন অতিথি সংখ্যা যদি ১০০ হয়, তাহলে সেটি প্রায় ১০ কোটি টাকায় গিয়ে ঠেকে।

লেখার প্রসঙ্গে এটি স্রেফ একটি উদাহরণ মাত্র, সিরিয়াস কিছু নয়।

তিনি বলেন, রাষ্ট্রের হিসাবে এই টাকা হয়ত কিছুই না, কিন্তু আপনি যখন হিসেবে কষবেন, এই মানুষগুলোর সফরে ভূমিকা দেখবেন, তখন প্রশ্ন জাগবে আমাদের শাসকগোষ্ঠিরা দেশটাকে কতটা ভালোবাসে। তারা ইচ্ছা করলে, এই সফরসঙ্গীর তিনভাগই কমিয়ে ফেলতে পারতেন, কিন্তু তারা সেটা করবেন না। কারণ, টাকাটা যাবে আমাদের সাধারণ মানুষের পকেট থেকে।

আলোকচিত্রী শহিদুল আলম সফরসঙ্গী হওয়ার প্রসঙ্গে নাদিম মাহমুদ বলেন, আলোকচিত্রী শহীদুল আলম গত বছর জাতিসংঘের সফরসঙ্গী ছিলেন, এবারও তালিকায় তার নাম দেখলাম।

তিনি কি রাষ্ট্রের কোন কাজে জড়িত? তিনি এখন পর্যন্ত সরকারের কোন কাজটি জনগণের জন্য করে দিয়েছেন? জাতিসংঘে গিয়ে তার ভূমিকাটি কি? এই প্রশ্ন কেউ তুলবে না। কারণ, আমরা জাতিগতভাবে বড্ড বায়াসড। রাষ্ট্রের জবাবদিহিতার জায়গায় কেউ স্বচ্ছ নয়। কারণ, জনগণের কাছে কৈফিয়ত দেয়ার সংস্কৃতি তৈরি হয়নি। গণ-অভ্যুত্থানে রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার যখন নিজের কাছে প্রশ্ন করা সময় পান না, তখন আমাদেরকে প্রশ্ন করতে হয়। বলতে হয়, স্যার আগের সরকার তার পরিবারের সদস্যেদের সঙ্গী করত তা নিয়ে অনেকেই প্রশ্ন করত, আজ সেই মানুষগুলোই আপনার সঙ্গী বলে হয়ত, কেউ প্রশ্ন করে না, আপনার পরিবারের সদস্য 'জাতিসংঘের' সফরে গিয়ে কি করবেন? আমাদের এখন বলতে হয়, স্যার রাষ্ট্রীয় সফরে আর একটু আন্তরিক হলে ভাল হতো না?

তিনি আরো লিখেছেন, এই সরকারের এক উপদেষ্টা খুবই প্রশংসনীয় একটি কাজ করেছে। আগের সরকারের অনেক প্রকল্পের 'অতিরিক্ত' খরচগুলো তিনি ছাঁট করে দেশের উপকার করেছেন। কিন্তু আপনারা এই দলবল সাজিয়ে, আমেরিকায় গিয়ে সেই পুরাতন ব্যবস্থাকেই চর্চা করে গেলেন, যা বড়ই লজ্জার। নিজেরা যদি নিজেদের ভিতর পরিবর্তন না আনেন, তাহলে অন্যরা কীভাবে আনবে? জনগণ কেন আপনাদের এই বিশাল সফরসঙ্গীর অর্থ দেবে? নিজের পকেটের টাকায় মায়া থাকে, আর রাষ্ট্রের কোষাগারের অর্থের টাকায় কোন মায়া থাকতে নেই বুঝি?

শেষে তিনি লিখেছেন, জানি আপনারা আমাদের সমালোচনার ধার ধারেন না। লন্ডনে গিয়ে কয়েক কোটি টাকা হোটেল খরচ দিয়ে আসলেন, সমালোচনা হলো, কিন্তু আপনাদের বিবেকটি জাগ্রত হলো না। এটাই বাংলাদেশের দুঃখ। এখানে সবচেয়ে ভাল মানুষটিও নিজের বিবেকের কাছে বন্ধী থাকে না। কি আর করা, এটাই হয়ত বাংলাদেশের মানুষের নিয়তি।

এসএন 


Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম Nov 15, 2025
img
মসজিদে যাওয়া নিয়ে উত্তেজিত সোনাক্ষী, মন্তব্য জহিরের Nov 15, 2025
img

বিবিসি বাংলা

আলোচনায় ‘রাতের ডিসি’, কোন যোগ্যতায় নিয়োগ পাচ্ছেন! Nov 15, 2025
img
বরিশালে বাসভাড়া নিয়ে দ্বন্দ্বে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, ভাঙচুর অন্তত ১০টি বাস Nov 15, 2025
img
পদ্মার পানির ন্যায্য হিস্যা পাওয়া অধিকার, ভারতের কোনো দয়া নয় : মির্জা ফখরুল Nov 15, 2025
img
শেষ মুহূর্তের গোল আটকাতে ফোকাস ও কৌশল বাড়াচ্ছে বাংলাদেশ Nov 15, 2025
img
আমি জিতলেই জিতবে বাংলাদেশ : মিথিলা Nov 15, 2025
img
প্রীতি ম্যাচে রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল Nov 15, 2025
img
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান Nov 15, 2025
img
কলকাতায় আ.লীগ সন্ত্রাসী কার্যক্রমের ট্রেনিং দিচ্ছে : হাফিজ উদ্দিন Nov 15, 2025
img
নির্বাচনী ব্যয় কমানো না গেলে দুর্নীতি কমানো মুশকিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য Nov 15, 2025
img
নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ জনের Nov 15, 2025
img
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, আগুন মোটরসাইকেলে Nov 15, 2025
img
প্রকাশ পেল আইপিএল দলগুলোর নিলামের বাজেট Nov 15, 2025
img
জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার : জি এম কাদের Nov 15, 2025
img
মানুষকে ভালোবাসা কঠিন নয়, ছড়িয়ে দিলেই বাড়ে: কোয়েল মল্লিক Nov 15, 2025
img
ঢাবি হঠাৎ উত্তাল, ১৫ মিনিটের আলটিমেটাম উপাচার্যকে Nov 15, 2025
img
শেবাগের এক যুগের টেস্ট ক্যারিয়ার রেকর্ড ভেঙে দিলেন রিশভ পন্ত Nov 15, 2025
img
বাগেরহাট কারাগারে প্রাণ গেল ভারতীয় জেলের Nov 15, 2025
img
সুস্থ হয়েছেন ধর্মেন্দ্র, চলছে জন্মদিন উদযাপনের পরিকল্পনা Nov 15, 2025