বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা-১২ আসনের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সাইফুল আলম নীরব বলেন, ৫ আগস্টের পরও আমাদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাই-বোনদের পাশে রয়েছে। গত বছরের মতো এ বছরও পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে। বিএনপির এ নেতা বলেন, আমাদের বিএনপি পরিবার এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। পূজা ও ঈদ আমরা মিলেমিশে উদযাপন করি। বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে।
প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, এম এম দাস রঞ্জন, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, অশোক ধর, কাকলি নাগসহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিগণ।
ইউটি/টিএ