কৃত্রিম অক্সিজেন ছাড়াই বাবর আলীর ‘মানাসলু’ জয়

কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু শিখরে আরোহণ করেছেন বাবর আলী । 

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়ের। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু শিখরে আরোহণ করেছেন পর্বতারোহী বাবর আলী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি।

জানা যায়, এদিন বাবর আলীর পাশপাশি বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদও ‘মানাসলু’ জয় করেছেন। এদিন স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় তিনি চূড়ায় পৌঁছান। বাবর আলী ও তানভীর আহমেদ দুজনই পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য। তাদের এই যৌথ অভিযানের নাম ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’।

বাবার আলী ও তানভীর আহমেদের পর্বতশীর্ষে আরোহণের খবরটি অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান স্নোয়ি হরাইজন ট্রেক অ্যান্ড এক্সপিডিশনের স্বত্বাধিকারী বুদ্ধরাজ ভান্ডারি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।

বেজক্যাম্পে তিন পর্বতারোহী (বাঁ থেকে) বাবর আলী, তানভীর আহমেদ ও তৌফিক আহমেদ

গত ৫ সেপ্টেম্বর তানভীর আহমেদ ও বাবর আলী বাংলাদেশ থেকে নেপালে গেছেন। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে তারা গাড়িতে যান তিলচে গ্রামে। এরপর পাঁচ দিন হেঁটে তারা পৌঁছান বেজক্যাম্পে। এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেন। চূড়ান্ত অভিযানের জন্য তানভীর ২২ সেপ্টেম্বর ও বাবর ২৩ সেপ্টেম্বর বেজক্যাম্প ছাড়েন।

ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ও অভিযান ব্যবস্থাপক ফরহান জামান বলেন, ‘মাউন্টেনিয়ারিং কোর্স ব্যতীত আট হাজার মিটার উচ্চতার পর্বতে সাফল্য পাওয়া সম্ভব নয় বলে যে ট্যাবু আছে, আমরা তানভীরের মাধ্যমে তা ভাঙতে পেরেছি। কারণ এ পর্যন্ত বাংলাদেশ থেকে আট হাজার মিটার উচ্চতার পর্বতশিখরে আরোহণকারীরা ছিলেন পর্বতারোহণের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া।’

তিনি আরও বলেন,‘তানভীর আহমেদ ও বাবর আলীর কঠোর পরিশ্রমের ওপর আমরা আস্থা রেখেছি এবং আমাদের স্বপ্ন আজ সফল হয়েছে। এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণকে আরও বেগবান করবে।’

দুই অভিযাত্রীর মধ্যে বাবর আলী ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে আরোহণ করেন। আর এ বছরের এপ্রিলে পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ আরোহণ করেন তিনি। ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলীর এটি চতুর্থ আট হাজার মিটার উচ্চতার পর্বত জয়। অন্যদিকে ক্লাবের মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকারী তানভীর ২০২৪ সালের নভেম্বরে আরোহণ করেন আমা দাবলাম (৬ হাজার ৮১২ মিটার) শিখর। মানাসলু তানভীরের প্রথম আট হাজার মিটার উচ্চতার পর্বত অভিযান।

উল্লেখ্য, পৃথিবীতে আট হাজার মিটার কিংবা তার অধিক উচ্চতার পর্বত আছে মোট ১৪টি। এমন অতি উচ্চতায় ভূপৃষ্ঠের এক-তৃতীয়াংশ অক্সিজেন থাকে। ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। ১৯৭৮ সালে ইতালীয় পর্বতারোহী রেইনহোল্ড মেসনার ও অস্ট্রিয়ার পিটার হেবলার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় সফলভাবে অরোহণ করেন। এরপর তাঁদের পদাঙ্ক অনুসরণ করেছেন অনেক পর্বতারোহী। এই প্রচেষ্টা চালাতে গিয়ে অনেক পর্বতারোহী প্রাণও হারিয়েছেন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কমিটমেন্ট ছাড়া সম্পর্ক টেকে না: মিঠুন চক্রবর্তী Jan 02, 2026
img
কুয়াশার চাদরে রাজধানী ঢাকা, শীতে বিপর্যস্ত জনজীবন Jan 02, 2026
img
ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়: রাজনাথ সিং Jan 02, 2026
img
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩১৮০.৩১ মিলিয়ন ডলার Jan 02, 2026
img
ফেনীতে খালেদা জিয়ার আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী মজনু Jan 02, 2026
img
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ Jan 02, 2026
img
শীতকালেই কেন এত বিয়ে? Jan 02, 2026
img
ভক্তদের প্রার্থনাতেই শক্তি: দেব Jan 02, 2026
img
স্বাস্থ্যের জন্য কোন রুটি ভালো, পুষ্টিবিদের পরামর্শ Jan 02, 2026
img
শীতকালে ডাবের পানি খেলে কি ঠাণ্ডা লাগতে পারে? Jan 02, 2026
img
ঘন কুয়াশার কারণে ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ Jan 02, 2026
img
২ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 02, 2026
img
প্রবাসী কর্মীদের প্রবেশে কঠোর নিয়ম আরোপ ওমানের Jan 02, 2026
img
চীনে জনসংখ্যা বাড়াতে দাম বাড়ছে গর্ভনিরোধক পণ্যের Jan 02, 2026
img
জেনে নিন আজকে স্বর্ণের বাজারদর Jan 02, 2026
img
‘স্পিরিট’ ছবিতে নারীর ভূমিকা নিয়ে ক্ষোভ! Jan 02, 2026
img
সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার Jan 02, 2026
img
জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল Jan 02, 2026
img
চবির ভর্তি পরীক্ষা শুরু আজ, এক আসনে লড়বেন ৫৬ জন শিক্ষার্থী Jan 02, 2026
img
শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ হান্নান মাসউদের Jan 02, 2026