বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র-তরুণ ও শত শত রাজনৈতিক নেতারা সর্বস্ব উজাড় করে রাজপথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা হাসিনার ফ্যাসিবাদকে বিদায় দিতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক গত ১৪ মাসে তরুণদের বুকের যে আগুন, সেই আগুনে এই সরকার পানি ঢেলে দিয়েছে। চেতনার আগুনে তারা পানি ঢেলে দিয়েছে। তরুণদের তারা বিভ্রান্ত করে ফেলেছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। গত ১৪ মাসে নানা ক্ষেত্রে বৈষম্য আরও প্রকট হয়েছে। তরুণরা গত ১৪ মাসে কেবল প্রতারণার শিকার হয়েছেন। তরুণদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। বেকারত্বের সারি দীর্ঘ হয়েছে। স্বপ্নের পরিবর্তে তাদের মুখে হতাশা। তারা মব সৃষ্টি করছে। সরকারের লোকজন আজ তরুণদের ব্যবহার করছে। তারা কি শুধু ব্যবহৃত হতেই থাকবে, নাকি ঘুরে দাঁড়াবে?
তিনি বলেন, হঠাৎ করে শত শত কোটি টাকা কারো হাতে আসলে মানুষ যেমন বেপরোয়া হওয়া যায়, তেমনি এই সরকারের লোকজন বেপরোয়া হয়ে গিয়েছে। হাসিনার ছেড়া জুতা পরে হাসিনার কায়দায় তারা বিদেশ গমন করছে। আবার যাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদেরও নিরপত্তা দিতে পারছে না।
সাইফুল হক আরও বলেন, চোরা গোপতা হামলা করে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না।
গত ১৪ মাসে দেখে গিয়েছে অনেককের মধ্যে ছোট ছোট হাসিনা জেগে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো কারণে ফেব্রুয়ারির নির্বাচন যদি ভেস্তে যায়, তাহলে দেশ নৈরাজ্যে পর্যবসিত হবে।
পিএ/এসএন