নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান ঐক্য নাও থাকতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক ঐক্য ভাঙার আশঙ্কা প্রকাশ করে মোস্তফা ফিরোজ বলেন, 'এখন যতটুকু ঐক্য আছে নির্বাচনের পর কিন্তু সেই ঐক্যটা নাও থাকতে পারে। তখন দেখা যাবে একটা ভিন্নরূপ।
মানে বিএনপি ভার্সেস জামায়াত যে দ্বন্দ্ব, সেই সংঘাতটা আরো তীব্র হচ্ছে।'
পিআর পদ্ধতির দাবি নির্বাচন পেছাতে জামায়াতায়ের রাজনৈতিক কৌশল কিনা, জানতে চাইলে মোস্তফা ফিরোজ বলেন, 'জামায়াত এমন রাজনৈতিক দল না যে তারা কিছু না বুঝে পিআর পদ্ধতিতে নির্বাচনে জোর দিচ্ছে। তাদের হিসেব আছে। সেই হিসাবটাই তারা আসলে মেলাতে চায়। আমার ধারণা যে এটা আসন বৃদ্ধির একটা কৌশল মনে করছে জামায়াত।'
পিআর পদ্ধতি নির্বাচন হলে পরবর্তী কেমন সমস্যা হতে পারে সেটিও তুলে ধরেছেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, 'আসন সংখ্যাটা বাড়তে গেলে টোটাল সরকারের কাঠামোটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ সরকারি দল যদি যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে সে কোনো বিল পাস করতে পারবে না। সংবিধান সংশোধন করতে পারবে না। এই ঝামেলাটা হবে।'
তবে নির্বাচনে প্রচলিত পদ্ধতিটাকে আগে প্রতিষ্ঠা করে তারপরে অন্যকিছু নিয়ে চিন্তা করা উচিৎ বলে মনে করেন মোস্তফা ফিরোজ। তার ভাষ্য, আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এটি একটি উন্নত ফরমেট।
কেএন/টিকে