খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

মারমা এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ভোর ৫টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে জেলার ভেতরে ও বাইরের সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক যানবাহন আটকা পড়েছে, এবং হাজারো পর্যটক চরম ভোগান্তিতে পড়েছেন।

অবরোধের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করেন।

অবরোধকারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি, খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

সকাল থেকেই মহালছড়ি, পানছড়ি, চেঙ্গী সেতু, ভাইবোনছড়া, গাছবাগানসহ একাধিক স্থানে অবরোধ সমর্থকরা বিক্ষোভে অংশ নিচ্ছেন। অবরোধের কারণে পর্যটনকেন্দ্র সাজেক এবং খাগড়াছড়ি শহরের প্রবেশমুখে পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে শহরের ভেতরে সীমিত আকারে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

খাগড়াছড়ি-সাজেক সড়কে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

অবরোধ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে। আলুটিলা এলাকায় অজ্ঞাতনামা ১৫-২০ জন যুবক অ্যাম্বুলেন্সটির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করে। তবে পুলিশ জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, "বিভিন্ন পয়েন্টে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়েছে, তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে।"

গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ওই স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। রাত ১১টার দিকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার থেকে টানা বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার আধাবেলা অবরোধের পর শুক্রবারের সমাবেশ থেকে আজকের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img

২ বন্দর নিয়ে চুক্তি

কী শর্ত তা ড. ইউনূস ও আশিক চৌধুরী ছাড়া আর কেউ জানেন কি না সন্দেহ : মাসুদ কামাল Nov 20, 2025
মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়, পদত্যাগ করলেন ২ বিচারক Nov 20, 2025
img
মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ Nov 20, 2025
img
জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন পপ তারকা লেডি গাগা Nov 20, 2025
img
জীবনের দুঃসময় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জাহ্নবী Nov 20, 2025
img
রাবির সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর Nov 20, 2025
img
রাজধানীর সংসদ ভবন এলাকায় বিচারকের মোবাইল ছিনতাই Nov 20, 2025
img
৪ দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব Nov 20, 2025
img
আগামী সংসদ নির্বাচনে তরুণরা বেশি গুরুত্ব পাবে : চাঁদপুরের ডিসি Nov 20, 2025
img
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ Nov 20, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার Nov 20, 2025
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য Nov 20, 2025
img
হামজার আগমন বাংলাদেশকে অনেকদূর নিয়ে যাবে বলে বিশ্বাস আমিনুলের Nov 20, 2025
img

মোরসালিন

‘গোল আমার নয়, শতভাগ অবদান রাকিব ভাইয়ের’ Nov 20, 2025
img
শ্রীলঙ্কার কাছে হার, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ Nov 20, 2025
img
প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে : আসিফ আকবর Nov 20, 2025
img
সৌদি যুবরাজের নৈশভোজে হোয়াইট হাউজে রোনালদো, প্রশংসা করলেন ট্রাম্প Nov 20, 2025
img
ফের পেছাল বিপিএলের নিলাম Nov 20, 2025
img
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল Nov 20, 2025
img
ইউরোপকে পারমাণবিক অস্ত্র অর্জনের আহ্বান জানাল এয়ারবাস চেয়ারম্যান Nov 20, 2025