ম্যানচেস্টার সিটির জয়রথ ছুটছেই। ঘরের মাঠে শনিবার বার্নলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। প্রতিপক্ষের ডিফেন্ডার ম্যাক্সিম এস্তিভের জোড়া আত্মঘাতী গোলের পর শেষদিকে জ্বলে উঠেন আর্লিং হল্যান্ড। তার জোড়া গোলে বার্নলিকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলে এগিয়েছে সিটিজেনরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের দখলে একচ্ছত্র আধিপত্য ছিল সিটির। তবে গোলের তালা খুলতে অপেক্ষা করতে হয় ১২ মিনিট পর্যন্ত। তাও সেটি প্রতিপক্ষের ভুলে। বার্নলি ডিফেন্ডার এস্তিভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও ৩৮ মিনিটে জাইডন এন্থনির গোলে সমতায় ফেরে সফরকারীরা।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হলেও দ্বিতীয়ার্ধের গল্পটা ছিল কেবলই সিটির। ৬১ মিনিটে হল্যান্ডের পাস থেকে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ম্যাথিউস নুনেস। এর চার মিনিট পরই দ্বিতীয় আত্মঘাতী গোলটি করেন এস্তিভ। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ৯০ ও ৯৩ মিনিটে জোড়া গোল করে বার্নলির কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর্লিং হল্যান্ড।
এই দাপুটে জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যান সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ১৫ পয়েন্ট। আর ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলি।
ইউটি/টিএ