শেখ হাসিনার মামলায় মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ আজ।

রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ৫৪তম সাক্ষী হিসেবে এ সাক্ষ্যগ্রহণ হবে। তদন্ত কর্মকর্তা আলমগীর এ মামলার সর্বশেষ সাক্ষী।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। বেলা সাড়ে ১১টা থেকে সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর এ মামলার ২২তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১। ওই দিন সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর বা কল ডিটেইল রেকর্ড জব্দ করেন তানভীর জোহা। সাক্ষ্যগ্রহণ শেষে তিনি পাঁচটি অডিও কথোপকথন সম্বলিত তিনটি সিডি ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে সেসব ফোনালাপ শোনানো হয়।

গত ২৩ সেপ্টেম্বর জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনজন। তাদের দুজনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেকর্ড ও লাইব্রেরি ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। ২২ সেপ্টেম্বর ৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এর মধ্য দিয়ে ঘটনার সাক্ষ্য সম্পন্ন করেন প্রসিকিউশন। তবে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলেই শুরু হবে যুক্তিতর্ক। এরপর রায়ের পালা।

এদিকে, সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার ৫ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা Sep 28, 2025
img
‘সাহো’ সিনেমার পর রাম চরণের সঙ্গে কাজের পরিকল্পনা ভেস্তে যায় পরিচালক সুজিতের Sep 28, 2025
img
আগামী বছর হজের জন্য ৮ মাস আগেই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব Sep 28, 2025
img
যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া Sep 28, 2025
img
ব্যক্তিগত ছবির অপব্যবহার নিয়ে মুখ খুললেন সাই পল্লবী Sep 28, 2025
img
নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে সহযোগী ভেন্ডর অবহিত করেনি: ঢাবি উপাচার্য Sep 28, 2025
img
সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি নিয়ে তথ্য দিলো পাকিস্তান Sep 28, 2025
img
ডলার মজুদে আইএমফের শর্ত পূরণ করেছে বাংলাদেশ Sep 28, 2025
img
ইউএন-হ্যাবিট্যাটকে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার Sep 28, 2025
img
শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির! Sep 28, 2025
img
ভোট পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি : সিইসি Sep 28, 2025
img
সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন : তারেক রহমান Sep 28, 2025
img
বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’ তৈরি হচ্ছে আবুধাবিতে Sep 28, 2025
img
আমরা ৯টি আইন সংশোধন করেছি : সিইসি Sep 28, 2025
img
শ্রদ্ধা কাপুরের লাল শাড়ি নজর কাড়ল সবার Sep 28, 2025
img

২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার Sep 28, 2025
img
এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন: সিইসি Sep 28, 2025
img
ইসির নির্বাচনী সংলাপ শুরু Sep 28, 2025
img
থালাপতি বিজয়ের বাড়িতে সাধারণ মানুষের হামলায় নিরাপত্তা বৃদ্ধি Sep 28, 2025
img
সুষ্ঠু সুন্দর ভোট করতে নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি : সিইসি Sep 28, 2025