মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের মেগা ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হবে দু’দল। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত দুজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। এদিকে সেই ম্যাচে চোট পেয়েছেন অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়া। এই পরিস্থিতিতে কেমন হতে পারে ফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ?

সাধারণত ম্যাচ জিতলে টিম কম্বিনেশনে পরিবর্তন আনে না ভারত। কিন্তু মাঠ, পরিবেশ, পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী মাঝে মাঝে কিছু বদল আনে দলটি। এবারের এশিয়া কাপে ভারত শুরু থেকে যে দল খেলিয়েছে, ধারণা করা হচ্ছে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেই দলই খেলাবেন গৌতম গম্ভীর। অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ একই দল পাকিস্তানকে আগের দু’টি ম্যাচে হারিয়েছে।

ওপেনে যথারীতি থাকবেন অভিষেক শর্মা। এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রান করেছেন তিনি। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তার ইনিংস দলকে জিতিয়েছে। পাশাপাশি তার স্পিন বোলিংও সাহায্য করবে দলকে। শ্রীলঙ্কা ম্যাচে তার পেশিতে টান ধরেছিল। ভারতীয় শিবির সূত্রে খবর, তার খেলা নিয়ে সংশয় নেই।
বিজ্ঞাপন
শুভমান গিল ভারতের সহ-অধিনায়ক। গ্রুপ পর্বে তেমন রান না পেলেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। ফর্মেও আছেন। ফাইনালে তিনি অন্যতম বড় ভরসা। অভিষেকের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামবেন তিনিই। তিন নম্বরে খেলবেন তিলক ভার্মা। অভিষেকের মতো তিনিও ফর্মে রয়েছেন।

চারে যথারীতি খেলবেন সূর্যকুমার যাদব। দলের অধিনায়ক তিনি। ব্যাট হাতে ভাল ফর্মে না থাকলেও অধিনায়কত্ব ভাল করছেন। তার খেলা নিয়ে প্রশ্ন নেই। এদিকে উইকেটের পিছনে পরিচিত ছন্দে নেই সাঞ্জু স্যামসন। চলতি আসরে খুব বেশি ব্যাট করার সুযোগও পাননি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ ভাল খেলেছেন। উইকেটরক্ষক হিসেবে তিনিই থাকবেন ফাইনালে।
বল ভাল করলেও এখনও বড় রান করতে পারেননি হার্দিক পান্ডিয়া। অবশ্য ব্যাট হাতে বেশি সুযোগ পাননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পেশিতে টান ধরেছিল তার। এক ওভারের বেশি বল করতে পারেননি। খুব সমস্যা না হলে ফাইনালে তিনিও খেলবেন। একান্তই তিনি না পারলে অর্শদীপ সিংকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

সাত নম্বরে খেকবেন শিভম দুবে। চলতি আসরে ভাল বল করেছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে তাকে উপরের দিকে খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সূর্যকুমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্রাম পাওয়ায় তরতাজা থাকবেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দলের বড় ভরসা হতে পারেন এ অলরাউন্ডার।

ভারতীয় দলের ভারসাম্যের জন্য অক্ষরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে এখনও ব্যাট বা বল হাতে দারুণ কিছু করতে পারেননি। তবে একাই ম্যাচ জেতাতে পারেন তিনি। ফাইনালে তার খেলা নিয়ে প্রশ্ন নেই। এদিকে চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলার কুলদীপ যাদব। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও। গ্রুপ পর্বে পর পর দু’ম্যাচের সেরা হয়েছেন। ফাইনালে তিনি ভারতের অন্যতম সেরা অস্ত্র হতে পারেন।

ফাইনালে জাসপ্রিত বুমরাহর খেলাও নিশ্চিত। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিন কাটালেও তিনিই ভারতের বোলিং আক্রমণের নেতা। একাদশের অপর সদস্য থাকবেন বরুণ চক্রবর্তী। আসর জুড়ে ধারাবাহিকভাবে ভাল বল করেছেন। এক প্রান্ত থেকে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখছেন। তার খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাত্র ৩০ মিনিটেই শেষ হামজাদের ম্যাচের সব টিকিট Sep 28, 2025
img
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিল ইসরায়েল Sep 28, 2025
img
নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের Sep 28, 2025
img
কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না : সিইসি Sep 28, 2025
১৫ মিনিটের হরতালে যা দেখালো পুলিশ Sep 28, 2025
প্রবাসীদের জন্য যে যে পদক্ষেপ নিয়েছে বিডা Sep 28, 2025
আগামী ৩ বছরে প্রায় ২৫০০০ লোকের কর্মসংস্থান হবে Sep 28, 2025
প্রয়োজনীয়তা দেশের সীমারেখা মানে না Sep 28, 2025
img
জুবিন ছিলেন কোহিনূর : মোদি Sep 28, 2025
কারা আমাদের অর্থনীতিকে বাঁচাল? Sep 28, 2025
img
ক্রীড়াবিদদের ক্যারিয়ার উন্নয়নে অলিম্পিক কর্তৃপক্ষের কর্মশালা Sep 28, 2025
img
রাজনৈতিক দলগুলো চাইলেই এক মাসে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ বাস্তবায়ন সম্ভব : মাহফুজ আলম Sep 28, 2025
img
পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমলো লেনদেনও Sep 28, 2025
img
সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহ্বান সাদিক কায়েমের Sep 28, 2025
img
ভারতের চেয়ে কম ভুল করলেই ফাইনাল জিতব : সালমান Sep 28, 2025
img
পূজামণ্ডপের নিরাপত্তায় সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন Sep 28, 2025
img
নির্বাচন পেছানোর চেষ্টাকারীরা বোকার স্বর্গে বাস করছে : দুদু Sep 28, 2025
img
ড. ইউনুসের বক্তব্য শুনে মনে হয়েছে জিয়াউর রহমানের কথা শুনছি : মির্জা ফখরুল Sep 28, 2025
img
ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস Sep 28, 2025
img
বলিউডে অভিষেক হচ্ছে ‘লাকি ভাস্কর’ খ্যাত মীনাক্ষী চৌধুরীর Sep 28, 2025