নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে নুর আলম (২২) নামে এক যুবক ও অজ্ঞাতপরিচয় এক নারী আহত হন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চিনিবটতলা মোড় ও বিলমাড়িয়া কয়লার ডহর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলী (৪০) এবং বিলমাড়িয়া মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে বাবলু আলী (৬০)। আহতরা হলেন মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেলচালক নুর আলম ও অজ্ঞাত এক নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের চিনিবটতলা মোড়ে রাজশাহীগামী একটি মাইক্রোবাস ভ্যানচালক এরশাদ আলীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘাতক মাইক্রোবাসসহ চালক হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। তিনি নওগাঁর সাপাহার উপজেলার অনাথপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়ার কয়লার ডহর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবলু আলীকে ধাক্কা দেয়। এতে বাবলু আলী, নুর আলম ও অজ্ঞাত এক নারী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর আহত বাবলু আলী ও নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পথে রাজশাহীর বানেশ্বর এলাকায় রাত ১০টার দিকে বাবলু আলী মারা যান।
লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এমকে/এসএন