গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার মিথুন মানহাস। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত বার্ষিক বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। এ নিয়ে বিসিসিআইয়ের ৩৭তম সভাপতির দায়িত্ব পেলেন মিথুন।
জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও দুই দশকের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার রয়েছে মিথুখক এর আগে কোনো খেলোয়াড় জাতীয় দলের জার্সি গায়ে না চড়িয়ে বিসিসিআই সভাপতি হননি। তাছাড়া জম্মু ও কাশ্মীর থেকে এ পদে আসা তিনিই প্রথম।
বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে তিনি মূলত তেমন আলোচনাতেই ছিলেন না। একবার গুঞ্জন উঠেছিল শচিন টেন্ডুলকারও হতে পারেন বোর্ড সভাপতি। তবে শেষ পর্যন্ত মিথুনের কাঁধেই এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভার।
২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিং জগতে প্রবেশ করেন মিথুন। আইপিএলে একাধিক দলের ডাগ আউটে দায়িত্ব পালন করেছেন তিনি। একই বছর অক্টোবর মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান এবং ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এরপর পাঞ্জাব কিংস (২০১৭), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০১৯) এবং গুজরাট টাইটান্সের (২০২২) সহকারী কোচ হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপ-কমিটিতেও যুক্ত আছেন।
সভায় নতুন নির্বাচক কমিটির নামও ঘোষণা করেছে বিসিসিআই। সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা ও আরপি সিং পুরুষ দলের নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন। নারী দলের প্রধান নির্বাচক হয়েছেন অমিতা শর্মা, তাকে সহায়তা করবেন সুলাশনা নায়াক ও শ্রাবন্তী নাইডু।
এমকে/এসএন