‘সাধু বাবাকে’ টেনে হিঁচড়ে নামাচ্ছেন দুই যুবক (ভিডিও)

ভারতের ত্রিপুরায় মাঝবয়সী এক ‘সাধু বাবার’ দুই হাত ধরে টেনে হিড়হিড় করে নিয়ে যাচ্ছেন দুই যুবক। টানাহেঁচড়ার জেরে ‘সাধু বাবার’ ধুতি উঠে গেছে হাঁটুর ওপর। এভাবে সিঁড়ি থেকে তাকে টেনে নিয়ে নিচে ফেলে দিলেন ওই দুই যুবক।

বৃহস্পতিবার ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দিরে এই ঘটেছে। সন্ধ্যায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে শোরগোল।

ত্রিপুরা সিপিএমের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, ‘কী অমানবিক ভয়ংকর দৃশ্য! উদয়পুর মাতাবাড়িতে এক বৃদ্ধকে ওপর থেকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচে নামানো হচ্ছে। প্রশাসন কোথায়? আমরা কোন রাজত্বে আছি? রাজ্যের ধর্মীয় স্থানে এরকম অমানবিক দৃশ্য আমরা কখনও দেখিনি।’

আনন্দবাজার জানায়, পরে জানা গেছে ওই ব্যক্তি মন্দিরের সাধু নন। তিনি সাধু সেজে ওখানে ঢুকে পড়ে বিশৃঙ্খলা করছিলেন।

সাধু সেজে যাওয়া ওই ব্যক্তির নাম শঙ্করচন্দ্র নাহা। তিনি ত্রিপুরা সরকারের গণপূর্ত বিভাগের কর্মী। এই ঘটনার পর তাকে আটক করা হয়েছে বলে জানান রাধাকিশোরপুর থানার ওসি।

পুলিশ আরও জানিয়েছে, কিছুদিন আগে সাধু সেজে ত্রিশূল দিয়ে তিনি আক্রমণ করেছিলেন সঞ্জিত দাস নামের এক ব্যক্তিকে।

 

টাইমস/এসআই

Share this news on: