এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে বিদ্রুপ অঙ্গভঙ্গি দেখানোর অভিযোগে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছিল আইসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অভিযোগের প্রেক্ষিতে শুনানির পর ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন রউফকে এই জরিমানা করেন। আইসিসি কর্তৃক দেওয়া সেই জরিমানার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যে, আইসিসির কাছে রউফ দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও বোর্ড আপিল করবে। পিসিবি মনে করছে, রউফের কোনো কাজ আইসিসির কোড অব কনডাক্ট লঙ্ঘন নয়। বোর্ড ও দলীয় ম্যানেজমেন্ট এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আপিলের পরও যদি রউফের জরিমানা বজায় থাকে, তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ব্যক্তিগতভাবে জরিমানার টাকা পরিশোধ করবেন।
এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টস ও ম্যাচের পর ভারতের কেউ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি। যা নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে পাক ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার হারিস রউফের সেলিব্রেশন নিয়ে প্রশ্ন তুলে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ভারতের ক্রিকেট বোর্ড।
ওই ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন, তার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ম্যাচ চলাকালীন রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ছটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। রউফের এমন সেলিব্রেশন ‘ভারতবিদ্বেষী’ বলে মনে করে বিসিসিআই। শুধু রউফ নন, ফিফটির পর ফারহানের সেলিব্রেশন নিয়েও অসন্তোষ প্রকাশ করে বিসিসিআই।
এর আগে, পিসিবি ভারত অধিনায়ক সুর্যকুমার যাদবের বিরুদ্ধে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ আনে। সেই মামলায় সূর্যকুমারকে দোষী সাব্যস্ত করে তাকেও ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করে আইসিসি। যদিও আইসিসি এই জরিমানার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এখনো। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান নাকভি আইসিসির এই দেরির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আপনারা ব্যালান্সিং অ্যাক্টের কারণ ব্যাখ্যা করতে আরো কত সময় নেবেন?’
পিএ/টিএ