ঠিক যেন পাগলা ঘোড়ার মতো ছুটছে স্বর্ণের দাম। একের পর এক রেকর্ড ভেঙে ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়ে যাচ্ছে মূল্যবান এই ধাতুটি।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বিশ্ববাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে ৩ হাজার ৮০০ মার্কিন ডলার।
রয়টার্স জানায়, মার্কিন স্পট মার্কেটে এদিন সোনার দাম ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩,৮০১.৮৮ ডলার।
অন্যদিকে, ফিউচার মার্কেটে ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৩১.৯০ ডলার। এ হিসেবে বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) বর্তমানে বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা, যা ডিসেম্বর নাগাদ পৌঁছাতে পারে ১ লাখ ৮৯ হাজার টাকায়।
অর্থাৎ, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম অচিরেই দুই লাখ টাকার মাইলফলক ছুঁতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনার কারণে স্বর্ণের দাম বেড়ে চলেছে। বিশেষ করে গত এক মাসে বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি নতুন মাত্রা পেয়েছে। এক মাসের ব্যবধানে আউন্সপ্রতি স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫০০ ডলার।
বিশ্লেষকদের ধারণা, এই ধারা অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে বিশ্ববাজারে ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে এবং এ প্রতিবেদন লেখার সময় তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৬ ডলারে।
এমআর/টিএ