আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ক্রিস ওকস। ইংল্যান্ডকে লম্বা সময় সার্ভিস দেওয়া এই পেসার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দেন।
মূলত কাঁধের চোটের কারণে আসন্ন অ্যাশেজ থেকে ছিটকে যান ওকস। এরপর ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়ে দেন, ফিটনেস এবং পারফরম্যান্স বিবেচনায় ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় আর থাকছেন না ওকস। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে ওকস লিখেন, 'মুহূর্তটি এসেছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।'
'ইংল্যান্ডের হয়ে খেলা সেই স্বপ্ন ছিল যা আমি ছোটবেলা থেকে আমার পেছনের বাগানে দেখতাম। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সেই স্বপ্নগুলো আমি জীবনে বাস্তবায়ন রূপ দিতে পেরেছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্স জার্সি পরা এবং গত ১৫ বছরে সেই সতীর্থদের সঙ্গে মাঠ ভাগাভাগি করা—যাদের অনেকেই আজ আমার জীবনের বন্ধুত্বে পরিণত হয়েছে—এসব আমি সবচেয়ে বেশি গর্বের সঙ্গে স্মরণ করব।'
পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ওকস বলেন, 'আমার মা-বাবা, স্ত্রী অ্যামি এবং আমাদের কন্যা লেইলা ও এভিকে, আপনাদের অবিচল ভালোবাসা, সমর্থন ও ত্যাগের জন্য ধন্যবাদ। তোমাদের ছাড়া এ সব কিছু সম্ভব হতো না।'
সমর্থকদের নিয়ে বলেন, 'ভক্তদের, বিশেষ করে বার্মি আর্মিকে ধন্যবাদ, যাদের উৎসাহ, চিৎকার এবং বিশ্বাস সবসময় আমার সাথে ছিল। আমার কোচ, সতীর্থ এবং ইংল্যান্ড ও ওয়ারউইকশায়ারের সবাইকে ধন্যবাদ, যারা আমাকে দেশের হয়ে খেলতে সাহায্য করেছেন—আপনাদের দিকনির্দেশনা ও বন্ধুত্ব আমার জন্য অনেক মূল্যবান।'
ইংল্যান্ডের জার্সিতে ৬২ টেস্টে ৯৯ ইনিংসে ১৯২ উইকেট নিয়েছেন ওকস। ব্যাট হাতে এক সেঞ্চুরি ও সাত ফিফটিতে করেছেন ২০৩৪ রান। ওয়ানডেতে ১২২ ম্যাচে ১৭৩ উইকেটের সঙ্গে করেছেন ১৫২৪ রান। আর ৩৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৩১, রান ১৪৭।
এবি/টিএ