ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানো নিয়ে নতুন বিতর্কে জড়ালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। তার ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকে ইতোমধ্যেই এই পোস্টের কড়া সমালোচনা করেছেন।
এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের কোনো দোষ নেই। কিন্তু মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক তোমার।”
মীর স্নিগ্ধর এই ক্ষোভ প্রকাশের সঙ্গে সুর মিলিয়েছেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তিনি বলেন, “অনেকে সাকিবকে মাফ করে দিচ্ছিল, ভেবেছিল ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা।
কিন্তু যখন সে এক গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে ‘আপা’ সম্বোধন করে শুভেচ্ছা জানায়, তখন বোঝা যায় কে কতখানি দালাল।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়েছে যে সাকিবের এই জন্মদিন শুভেচ্ছা জনগণের বড় অংশের কাছে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, মুক্তির আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।
কেএন/টিএ