এশিয়া কাপে ভারত ও পাকিস্তান যেন ম্যাচ খেলতে নামেনি এবার, নেমেছিল শুধু বিতর্ক জন্ম দিতে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হাত মেলাতে রাজি না হয়ে ভারত প্রথম আলোচনার জন্ম দিয়েছিল। দ্বিতীয়বার মুখোমুখি হয়েও একই কাণ্ড তাদের। সে ম্যাচে আবার হারিস রউফ প্লেন ভূপাতিত হওয়ার অনুকরণ করে খোঁচা দিয়েছেন ভারতকে।
এই প্রথম কোনো এশিয়া কাপের ফাইনালে দেখা হয়েছে ভারত-পাকিস্তানের। ম্যাচটাও হয়েছে দুর্দান্ত। কিন্তু ম্যাচ শেষে আবারও নাটক। যা দেখে ত্যক্তবিরক্ত হয়ে কামরান আকমল বলেছেন ভারতের বিপক্ষে আর কখনো খেলা উচিত না পাকিস্তানের।
এশিয়া কাপে তিন ম্যাচের শুরুতেই টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক। আবার ফাইনাল শেষে পুরস্কার বিতরণীতে পাওয়া চেক ছুঁড়ে ফেলে দেন পাকিস্তান অধিনায়ক। ভারত অধিনায়ক তো ট্রফি নিতেই যাননি। কারণ পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে হতো তাঁকে।
আকমল তাই ভারতের এমন আচরণ আর মেনে নিতে পারছেন না। এআর ওয়াই নিউজকে সাবেক উইকেটকিপার বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত এখনই বলে দেওয়া “ভারতের বিপক্ষে আমাদের কখনোই খেলা উচিত না।” দেখা যাক, আইসিসি কী পদক্ষেপ নেয়। আর কত প্রমাণ লাগবে? কিন্তু বিসিসিআইয়ের লোক এখন আইসিসির প্রধান। সে কীভাবে কোনো পদক্ষেপ নেবে? অন্য সব বোর্ডকে এক হতে হবে, বলতে হবে ক্রিকেটে এমন কিছু দেখতে চাই বা। কারও ঘরে এটা খেলা হচ্ছে না। যদি অন্যরা কেউ ওদের সাথে না খেলে, তাহলে কোনো টাকা আসবে না।’
আকমলের দাবি, ভবিষ্যতে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ‘নিরপেক্ষ’ একটা নিয়ন্ত্রক সংস্থা দরকার, ‘যত দ্রুত এসব নিয়ন্ত্রণ করা যায়, তত সবার জন্য ভালো। পাকিস্তান ও ভারতের লোক ছাড়া অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড থেকে নিয়ে একটা কমিটি বানান। এবং টুর্নামেন্টে হওয়া এসব ঘটনা নিয়ে তাদের সিদ্ধান্ত নিতে দিন।’