জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ড. মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পতন আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বিএনপি নেতাদের প্রতি ‘আপসকামিতা’ থেকে সরে এসে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না, প্রয়োজনে মৃত্যুবরণ করবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে, তবে তারা আবার ফিরতেও পারে। এই প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে যেকোনো প্রভাবশালী শাসক যদি স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করে, তাদের পতন আসন্ন। তিনি ড. ইউনূসকেও সতর্ক করে বলেন, ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে ইউনুস স্যারেরও পতন আসন্ন।
তিনি স্পষ্ট করে দেন যে বাংলাদেশে ‘আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে কোনো আপস করা হবে না’।
তার মতে, এই দুটি দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। তিনি বিশ্বাস করেন, জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে ‘অলরেডি ৫ তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে’। তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, দুটো দলকেই নিষিদ্ধ করার দাবি জানান।
১৯৭২ সালে যেভাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই প্রক্রিয়ার সঙ্গে তিনি একমত নন। তার মতে, আওয়ামী লীগের বিচার হতে হবে। বিচারিক কোর্টে সিদ্ধান্ত দেবে, সে কি নিষিদ্ধ, না কি নিষিদ্ধ না। তবে তার দল মনে করে, জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করার যথেষ্ট প্রমাণ রয়েছে।
তিনি অভিযোগ করেন, ইতোমধ্যেই বিএনপির অনেক নেতা ভারতের পক্ষে কথা বলছেন, যা একটি অস্পষ্টতা তৈরি করেছে।
তার মতে, বর্তমানে আর্মি, বিএনপি এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ এক পক্ষে বিরাজ করছে।
তিনি বিএনপি নেতাদের প্রতি ‘আপসকামিতা’ থেকে সরে এসে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না, প্রয়োজনে মৃত্যুবরণ করবে।
এমআর/টিকে