ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়িয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। স্বাগতিক দুই দেশ, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
এবারের আসরকে সামনে রেখে রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিশ্বকাপে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ।
আগামী ২ নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়ে ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।
২০২৩ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছিল স্পেন। প্রাইজমানি হিসেবে হারমোসোরা পেয়েছিলেন ৫১ কোটি ৯৭ লাখ টাকা। সেই হিসেবে এবার ফিফাকে টেক্কা দিয়েছে আইসিসি।
২০২২ ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ! এই অর্থ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের সবশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেই আসরের প্রাইজমানি ছিল ১২১ কোটি ৭৪ লাখ টাকা।
এমআর/টিকে