২০২২ সাল আসর দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার তারা একমাত্র জয়টা পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় আসরের প্রথম ম্যাচেও ম্যান ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এবারের বিশ্বকাপে আরও বেশি ম্যাচ জিততে চায় জ্যোতিরা।
তবে এবারের আসরে ম্যাচ না জিতলেও অংশগ্রহণকারী দল হিসেবে পাবে ৩ কোটি ২ লাখ টাকা পাবে বাংলাদেশ দল। আর তার সঙ্গে গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলেই পাবে ৪১ লাখ ৫৬ হাজার টাকা।
ইতোমধ্যেই দেশ ছেড়ে প্রথম ম্যাচ ভেন্যু শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নিজেদের ঝালাই করে নিতে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানে জয় তুলে নিয়েছে। এ জয় নিঃসন্দেহে লঙ্কানদের বিপক্ষে এগিয়ে রাখবে।
বিশ্বকাপের পর্দা উঠছে আজ, বাংলাদেশের ম্যাচগুলো কবে ও কোথায়
তাই বলা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
এবারের আসরকে সামনে রেখে রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিশ্বকাপে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ।
আগামী ২ নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়ে ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।
২০২২ ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ! এই অর্থ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের সবশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেই আসরের প্রাইজমানি ছিল ১২১ কোটি ৭৪ লাখ টাকা।
এবি/টিকে