পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি ভারতীয় মিডিয়ায় ছড়ানো এক প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সংবাদে বলা হয়েছিল, দুবাইয়ে অনুষ্ঠিত এসিসি সভায় তিনি এশিয়া কাপ ফাইনালসংক্রান্ত বিশৃঙ্খলা নিয়ে বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন। নাকভি সেই দাবি কঠোরভাবে অস্বীকার করেছেন।
নাকভি সামাজিক মাধ্যম প্ল্যাটফরম ‘এক্স’-এ লিখেছেন, ‘আমি কোনোভাবেই বিসিসিআইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করিনি, এখনো করিনি, এবং কখনো করবও না। ভারতীয় মিডিয়া মিথ্যার ওপর ভিত্তি করে সংবাদ প্রচার করে, সত্যের ওপর নয়।’
তিনি এসব সংবাদকে ‘বানানো গল্প’ ও ‘প্রপাগান্ডা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এসব কাহিনি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি। দুর্ভাগ্যবশত, ভারত ক্রমে ক্রিকেটে রাজনীতি টেনে নিয়ে আসে, যা খেলাধুলার মর্ম ক্ষুণ্ন করছে।
এসিসি চেয়ারম্যান হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে নাকভি বলেন, ট্রফি হস্তান্তরের বিষয়ে তার কোনো আপত্তি নেই। তিনি আরো বলেছেন, ‘আমি ওই দিনও ট্রফি হস্তান্তরের জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো প্রস্তুত আছি। যদি তারা সত্যিই ট্রফি চায়, তারা এসিসি অফিসে এসে নিতে পারে।’
প্রসঙ্গত, দুবাইয়ে অনুষ্ঠিত এসিসি সভায় এশিয়া কাপ ট্রফি নিয়ে তর্কবিতর্ক হয়—বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা ট্রফি দাবি করেছিলেন। নাকভি জানান, ‘এই বিষয়টি এসিসি সভার এজেন্ডায় নেই। এবং শুক্লার অনুরোধের পরও তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, ‘যদি ভারতীয় দল ট্রফি চায়, তবে দলের ক্যাপ্টেন এসিসি অফিসে এসে নিতে পারেন।’