বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার কথা থাকলেও আজ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি। সরে দাঁড়ানোর ব্যাখ্যায় তামিম প্রশ্ন তোলেন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে।
পরে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আপনারা জানেন আমরা আজ আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি।
আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব বিস্তারিত বা ব্যাখ্যা করে আপনাদের কোনো কিছু বলার আছে।’
নির্বাচন থেকে সরে যাওয়ার ব্যাখ্যায় তামিম বললেন, ‘আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি, নির্বাচনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।
যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন নয়। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোনো দিক থেকেই মানায় না।’
সরে দাঁড়ানোকে প্রতিবাদ হিসেবে দেখছেন জানিয়ে তামিম বলেন, ‘আমি নিশ্চিত যখন ইসি তালিকা দেবে, আজকে কারা কারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাদের নামগুলা দেখলেই বুঝতে পারবেন, তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোটব্যাংকও খুব শক্ত।
এটা হলো আমাদের একটা প্রতিবাদ।’
প্রার্থীদের ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘আমি একটা জিনিস সব সময় বলেছি বাংলাদেশ ক্রিকেট এটা প্রত্যাশা করে না, বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও এটা আশা করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না, কিন্তু এখানে আরো অনেকেই আজকে প্রত্যাহার করতেন। তাদের বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদের কোনোভাবে থামানো হয়েছে। না হলে আরো অনেকেই আজকে প্রত্যাহার করতেন।
’
তিনি আরো বলেন, ‘আজ ১৫ জন যদি মনোনয়ন প্রত্যাহার করে থাকেন, যদি আমি ঠিক হয়ে থাকি, এটা একটা সিগনিফিকেন্ট নম্বর। প্রায় ফিফটি পার্সেন্ট প্রত্যাহার করে নিয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত কথা বলব।’
ইএ/টিএ