মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে তোলে ১৮১ রান। অভিষিক্ত ব্যাটার টিম রবিনসন একাই আলো ছড়ান ৬৬ বলে অপরাজিত ১০৬ রানে।
তবে শুরুতে জশ হ্যাজলউড ও বেন ডোয়ারশুইসের আগুনে বোলিংয়ে কিউইরা দ্রুত তিন উইকেট হারায়।
জবাবে মার্শ ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ৪৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮৫ রান করেন তিনি। ওপেনার ট্রাভিস হেডের ৩১ রানের পাশাপাশি ম্যাথু শর্ট (২৯), টিম ডেভিড ও অ্যালেক্স কেরির অবদান ম্যাচকে সহজ করে তোলে।
শেষ পর্যন্ত মাত্র ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এবি/টিএ