দক্ষিণী তারকা সামান্থা অভিনয় জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। সম্প্রতি তিনি হায়দরাবাদ ছেড়ে পাড়ি জমিয়েছেন মুম্বাইয়ে। কাজের ব্যস্ততা আর ব্যক্তিগত জীবন- দুটো কারণেই এই পরিবর্তন। মুম্বাইয়ে এসেই চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর আরও কাছে এসেছেন সামান্থা। রাজের সঙ্গেই তাকে একাধিকবার দেখা গেছে, বিশেষ করে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানী’ প্রজেক্টের কাজের সূত্র ধরে তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনও চলছে।
তবে মুম্বাই জীবনে মানিয়ে নিতে গিয়ে সামান্থাকে পড়তে হচ্ছে নতুন এক বিপাকে। হায়দরাবাদের তুলনায় মুম্বাইয়ের মিডিয়া সংস্কৃতি একেবারেই ভিন্ন। প্রতিদিন বান্দ্রার জিমের বাইরে ভিড় করেন অসংখ্য ফটোগ্রাফার।
তার প্রতিটি আগমন-প্রস্থান এখন ক্যামেরাবন্দি। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়, যেখানে সামান্থাকে ক্ষুব্ধ হয়ে পাপারাজ্জিদের ওপর চিৎকার করতে দেখা গেছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, রাজ নিদিমোরুর সঙ্গে বের হওয়ার সময় হঠাৎ ভিড়ে অস্বস্তি বোধ করে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়েন তিনি।
খোলামেলা ব্যক্তিত্বের জন্য পরিচিত সামান্থা স্পষ্টতই বিব্রত হয়ে পড়েছেন এই অতিরিক্ত নজরদারিতে। তবুও দৃঢ়তায় সামলে নিচ্ছেন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে। গোপনীয়তা আর কাজের মধ্যে ভারসাম্য রাখার লড়াই যেন এখন তার প্রতিদিনের বাস্তবতা। হায়দরাবাদের শান্ত পরিবেশ আর মুম্বাইয়ের তীব্র স্পটলাইটের সাংস্কৃতিক পার্থক্য তার জীবনের নতুন অধ্যায়কে করছে আরও জটিল।
কেএন/টিএ