প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এই ঐতিহাসিক অভিযানের নাম দিয়েছেন ‘মিশন অস্ট্রেলিয়া’। প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে অনুশীলন করছে জাতীয় নারী দল। যেখানে বৃহস্পতিবার (২ অক্টোবর) ক্যাম্প পরিদর্শন করেছেন বাফুফে সভাপতি।
বর্তমানে চট্টগ্রাম ক্যাম্পে অনুশীলন করছে ২৯ জন ফুটবলার। ক্যাম্পে তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন এবং অনুশীলন, খাবারসহ সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ নিয়েও দলকে উৎসাহ দেন তিনি।
চট্টগ্রাম সফরে বাফুফে সভাপতি কোরিয়ান ইপিজেডে অবস্থিত ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও সিইও কিহাক সাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ইয়ংওয়ান করপোরেশনের যৌথ উদ্যোগে কোরিয়ান ইপিজেড প্রাঙ্গণে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে একটি গাছ রোপণ করা হয়। সভাপতি তাবিথ আউয়াল ইয়ংওয়ান করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারী ফুটবলের উন্নয়ন ও বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি জাতীয় দলের হোম কিট জার্সি কিহাক সাং-এর হাতে তুলে দেন। সহ-সভাপতি ফাহাদ করিম নারী ফুটবলে ইয়ংওয়ান করপোরেশনের অব্যাহত সহায়তার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে একটি ক্রেস্ট প্রদান করেন।
এই সফরে আরও উপস্থিত ছিলেন বাফুফের মার্কেটিং কমিটির সদস্য নাফিদ নবি, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ইয়ংওয়ান করপোরেশনের ম্যাটেরিয়ালস ডিভিশনের প্রেসিডেন্ট জে ইয়ং পার্ক, বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ফেরদৌস আল কাউসার।
তবে বাফুফে সভাপতির এই গুরুত্বপূর্ণ সফরে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ উপস্থিত ছিলেন না। এছাড়া সফরটি দিনের আলোয় সম্পন্ন হলেও বাফুফের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় রাত ১১টার দিকে।
ইউটি/টিএ