তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে নিশ্চিত জয়ের জায়গা থেকে একপর্যায়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়েছিল টাইগাররা। মূলত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একের পর এক রিভিউ নষ্ট করার বড় খেসারত দিতে যাচ্ছিল জাকের আলীর দল। যা নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাবেক ক্রিকেটার নাসির হোসেন।
এদিন দলের মূল ব্যাটাররা শুরুতেই দায়িত্বহীনভাবে রিভিউ নেন। যে কারণে নির্দিষ্ট কোটার রিভিউ আগেই শেষ হয়ে যায়। অথচ পরবর্তীতে সেই রিভিউয়েরই তীব্র প্রয়োজনীয়তা দেখা দেয়। শেষদিকে তরুণ বোলার তানজিম সাকিব যখন ব্যাট হাতে নামেন, তখনই ঘটে বিতর্কিত ঘটনা। আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দেন। কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি ব্যাটে লেগেছিল এবং স্টাম্প মিস করছিল।
তখন হাতে কোনো রিভিউ অবশিষ্ট না থাকায় বাংলাদেশকে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত মেনে নিতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। তিনি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘এতদিন ধরে ক্রিকেট খেলে, পায়ে লাগলে এরা বোঝে না কোনটা আউট আর কোনটা আউট না। যদি একটা রিভিউ বাকি থাকত, সাকিব এখনো আউট হতো না।’
নাসিরের এই ব্যঙ্গাত্মক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। কেউ মজার ছলে হাস্যরস উপভোগ করেছেন, আবার অনেকে বলেছেন, একেই বাংলাদেশের রিভিউ ব্যবহার ব্যর্থতার বাস্তব চিত্র হিসেবে দেখানো হয়েছে। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত বাংলাদেশই জিতেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (৩ অক্টোবর) খেলতে নামবে দুই দল।
এসএস/এসএন