আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। তবে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে টাইগাররা। ৬ উইকেট হারানোর পর শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানে ভর করে জয় পায় বাংলাদেশ দল।
লম্বা সময় পর দলে ফেরা সোহান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অবশ্যই টিম ম্যানেজমেন্টের কাছে অনেক থ্যাংক্স। স্পেশাল থ্যাংক্স নাফীস ভাই এবং মুশতাক স্যার। অনেক দিন পর ফিরেছি। ৩-৪ ম্যাচ খেলেছি। চেষ্টা করছি নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার। অনেক দিন পর ফিরলে কিছুটা কঠিন। টিম ম্যানেজমেন্ট থেকে সেই সাহায্যটা পাচ্ছি।’
এছাড়া ওপেনিং জুটি নিয়ে সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে টপ ৪ ব্যাটার খুবই জরুরি। ওরা (তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন) গত কয়েকদিন ধরে অনেক ভালো খেলেছে।ক্রিকেট আসলে একটা টিম গেম। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং একসাথে যেদিন ভালো করবেন সেদিনই জিতবেন।’
অধিনায়ক জাকের আলি অনিক কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন (মাঝের ব্যাটিং কলাপ্স) হতেই পারে। তারাও ভালো দল। তবে ছেলেদের চেষ্টায় আমি খুব খুশি। আমরা শুরুটা ভালোই করেছিলাম। একটু দুশ্চিন্তার বিষয়। তবে ক্রিকেট ফানি গেম। দিনশেষে জিতলেন না হারলেন এটাই মুখ্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের উন্নতির জায়গা আছে ব্যাটিং বোলিংয়ে। কাল আরও শক্তভাবে মাঠে নামব। বোলাররা অনেক ভালো করেছে এশিয়া কাপে, নিয়মিতই ওরা ভালো করছে। তবে শেষদিকে কিছু রান বিলি করেছি আমরা। আজকের জয় আত্মবিশ্বাস দিবে। কালই (৩ অক্টোবর) জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’
এসএস/এসএন