এশিয়া কাপে বাংলাদেশের সামনে দারুণ সুযোগ ছিল ফাইনাল খেলার। আর সে জন্য পাকিস্তানকে হারালেই হতো। সহজ সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয় টাইগাররা। এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট বেশকিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাকিব আল হাসান।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এশিয়া কাপে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিনি বলেন, ‘অনেক জোরালো কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং সফলও হয়েছে। তারা যে এ রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার। আফগানিস্তানের বিপক্ষে চার বোলার খেলানো ঠিক আছে। কেন খেলিয়েছে এবং কাদের বিপক্ষে খেলিয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। আফগানদের বিপক্ষে ব্যাটিং লাইনআপ বড় রাখতে চেষ্টা করেছে। শামীম আগেও বোলিং করেছে। ওই দিনে তার বোলিংটা ভালো হয়নি। কোনো একটা দিনে খারাপ হতেই পারে।’
সেই সাক্ষাৎকারে সাকিব আরও বলেন, ‘যে সিদ্ধান্তগুলো আপাতদৃষ্টিতে ভুল মনে হয়, অনেক সময় সেগুলো ভালোর জন্য নেওয়া হয়। অনেক সাহসিকতার সঙ্গে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে যেটি কার্যকর করতে সাহস পেত না। সেদিক থেকে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে হবে। এ বছরের কথা চিন্তা করা হলে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স ভালো।’
এশিয়া কাপে বাংলাদেশের বোলিং ভালো হলেও ব্যাটিং এবং ফিল্ডিংয়ে দুর্বলতা দেখছেন সাকিব। তার মতে, বর্তমান দলের ক্রিকেটারদের চাপ সামলানোর অভিজ্ঞতা কম। ফিল্ডিংটা ভালো হলে বাংলাদেশ ফাইনাল খেলতেও পারত বলে মন্তব্য সাকিবের।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের সিরিজগুলোতে ব্যাটাররা ভালো খেলেছে। এশিয়া কাপে অত ভালো হয়নি। বর্তমান দলের চাপ সামলানোর অভিজ্ঞতা কম। এ জায়গায় উন্নতি করতে পারলে ভালো হবে। তারা বড় ম্যাচের চাপ হ্যান্ডেল করতে পারেনি। আমার মনে হয় ফিল্ডিংটা ভালো হলে আরও ভালো জায়গায় থাকতে পারতাম আমরা।’
এসএস/এসএন