আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঝলক দেখালেন ভারতের ওপেনার কেএল রাহুল। দীর্ঘ নয় বছর পর দেশের মাটিতে সেঞ্চুরি তুলে নিলেন তিনি।
প্রথম দিনের মতোই দাপট দেখিয়ে দ্বিতীয় দিনে ব্যাট হাতে নেমে ১৯০ বলে ১২ চার মেরে ক্যারিয়ারের ১১তম এবং ভারতের মাটিতে দ্বিতীয় শতক পূর্ণ করেন রাহুল। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৯৯ রান।
অধিনায়ক শুভমান গিলও দেখিয়েছেন ঝলক। চার নম্বরে নেমে ১০০ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তবে রোস্টন চেজের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন গিল। ফলে রাহুল-গিলের ৯৮ রানের দারুণ জুটি ভেঙে যায়।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে মাত্র ১৬২ রানে অলআউট হয়। জাস্টিন গ্রিভস সর্বোচ্চ ৩২ রান করেন। ভারতের বোলিং আক্রমণে মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট আর জাসপ্রিত বুমরাহ নেন ৩ উইকেট।
এসএস/এসএন