দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক একটি বিশেষ প্রকল্পের আওতায় এই সেবা প্রদান করা হবে। ধাপে ধাপে আরও বেশি শিক্ষার্থীকে এ সেবার অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এ উদ্যোগের সূচনা করতে চাই। ধাপে ধাপে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ কার্যক্রম চলবে।
তিনি বলেন, নানা প্রতিকূলতা ও মানসিক চাপ শিক্ষার্থীদের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলেছে, তা কাটিয়ে উঠতে এবং তাদের পুনরায় শ্রেণিকক্ষে মনোযোগী ও শিক্ষায় আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এ কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএ/টিকে