বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ২৮ মিনিটে পেজের প্রোফাইল পরিবর্তন করে দ্বিতীয়বারের মতো পেজ হ্যাকডের বার্তা দেয় তারা।
হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে, হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো কল্ড এক্সপার্ট।
সঙ্গে জুড়ে দিয়েছে একটি ইমোজি। আরেকটি পোস্টে লিখেছে, পেজ হ্যাকড? সঙ্গে জুড়ে দিয়েছে একটি চিন্তার ইমোজি।
প্রথমবার হ্যাক হওয়ার ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পায় ইসলামী ব্যাংক। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানায় ব্যাংকের জনসংযোগ বিভাগ।
এর আগে একই দিন ভোরে ইসলামী ব্যাংকের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ প্রথমবার হ্যাকড করে একটি পোস্ট দেয় হ্যাকার গ্রুপ।
হ্যাকার গ্রুপ ওই পোস্টে লিখে, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস ৪৭০ এক্স তাদের পেজে নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।
’ যদিও পরে এই পোস্টটি মুছে দেওয়া হয়।
আইকে/টিকে